মিস ইউনিভার্স ইন্ডিয়ার শিরোপা জিতে নিলেন রিয়া সিংহ miss universe india 2024

Miss Universe India 2024 নয়াদিল্লি: মরুরাজ্য রাজস্থানের রাজধানী জয়পুরে রবিবার বসেছিল ২০২৪ মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতার আসর৷ এই প্রতিযোগিতায় মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর মুকুট ওঠে…

miss universe india 2024

Miss Universe India 2024


নয়াদিল্লি:
মরুরাজ্য রাজস্থানের রাজধানী জয়পুরে রবিবার বসেছিল ২০২৪ মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতার আসর৷ এই প্রতিযোগিতায় মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর মুকুট ওঠে ১৯ বছরের রিয়া সিংহর মাথায়। এই প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন অভিনেত্রী তথা ২০১৫ মিস ইউনিভার্স ইন্ডিয়ার বিজয়ী ঊর্বশী রাউতেলা। তাঁর হাত থেকেই বিজয়িনীর ক্রাউন ওঠে রিয়ার মাথায়৷ এই সাফল্যের পথে হেঁটেই এবার মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন রিয়া। এর আগে এই প্রতিযোগিতায় জিতে সুস্মিতা সেন ও লারা দত্তা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন এবং তাঁরা দু’জনেই শিরোপা জিতে ভারতের মুখ উজ্জ্বল করেন৷  (miss universe india 2024)

গুজরাতের মেয়ে রিয়া miss universe india 2024

গুজরাতের মেয়ে রিয়া, সে রাজ্যেরই জিএলএস ইউনিভার্সিটির পারফর্মিং আর্টস-এর স্নাতক এবং ওই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসাডর৷ রবিবারের ইভেন্টের পর, মিস ইউনিভার্স ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজে রিয়া বিজয়ের বিশেষ মুহূর্তটি শেয়ার করে নেন৷ মিস ইউনিভার্স ইন্ডিয়া পোস্টে ব্যাকগ্রাউন্ড সঙ্গীত হিসেবে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের আইকনিক গান “My Universe” বেছে নেন তিনি। এই সঙ্গীতের নির্বাচন ছিল অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ রবিবারই কোল্ডপ্লের আসন্ন ভারতীয় কনসার্টের টিকিট বিক্রির খবর ইন্টারনেটে হইচই ফেলেছিল৷

 

Miss Universe India 2024

 

অনেক পরিশ্রমের ফল

 

রিয়া সিংহা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “আজ আমি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ খেতাব জিতেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ। অনেক পরিশ্রমের পর এখানে পৌঁছাতে পেরেছি৷ নিজেকে এই খেতাবের জন্য উপযুক্তও মনে করি। আমি পূর্ববর্তী বিজয়ীদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি।”

আরও পড়ুন-

জন্মদিনে খোলামেলা পোশাকে করিনা,

নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতে পাকিস্তানি ছবি! 

 

Entertainment: Ria Singh, a 19-year-old from Gujarat, wins Miss Universe India 2024 in Jaipur. Crowned by Urvashi Rautela, Ria will represent India in Miss Universe 2024. Follow her journey and celebrate her victory with us!