ভীষণ মিস করছি, মনমরা হয়ে বসে আছেন শাহরুখ কন্যা সুহানা! কেন জানেন?

করোনা আবহের মধ্যেই আবারও নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন শাহরুক খানের কন্যা সুহানা। পড়াশোনার সুবাদে বাইরেই থাকতেন তিনি। কিন্তু করোনার জেরে দেশে ফিরতে বাধ্য হয়েছে। বহুদিন পেরিয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। যোগাযোগের মাধ্যম বলতে সোশ্যাল মিডিয়াই একমাত্র সঙ্গী। দুই বিদেশিনী বান্ধবীর সঙ্গে বেশ লাস্যময়ী ভঙ্গিমায় 'মিসিং' ট্যাগ লাইন ব্যবহার করে ছবি পোস্ট করলেন সুহানা।

 

মুম্বই: করোনা আবহের মধ্যেই আবারও নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন শাহরুক খানের কন্যা সুহানা। পড়াশোনার সুবাদে ভিন দেশে থাকতেন তিনি। কিন্তু করোনার জেরে দেশে ফিরতে বাধ্য হয়েছে। বহুদিন পেরিয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। যোগাযোগের মাধ্যম বলতে সোশ্যাল মিডিয়া একমাত্র সঙ্গী। দুই বিদেশিনী বান্ধবীর সঙ্গে বেশ লাস্যময়ী ভঙ্গিমায় ‘মিসিং’ ট্যাগ লাইন ব্যবহার করে ছবি পোস্ট করলেন সুহানা।

ইউকের অর্ডিংলি কলেজে পড়াশোনা করেন শাহরুক কন্যা। সেখানেই দুই বিদেশী বান্ধবীর সঙ্গে এই ছবিগুলি তুলেছিলেন বলে জানা গিয়েছে। মন ভাল নেই, তাই ছবি শেয়ার করেই স্মৃতি কথা মনে করছেন তিনি। পোস্ট করার কিছু মুহূর্তের মধ্যেইও ব্যপক লাইক কমেন্ট আসে। অনুরাগীদের ভালবাসা ও প্রশংসায় ভরে ওঠে ছবির কমেন্ট বক্স। এক রাতের মধ্যেই সুহানার ওই পোস্ট লক্ষাধিক লাইক পায়। অনুরাগীদের পাশাপাশি সেখানে আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে প্রমুখ অভিনেত্রীরাও কমেন্ট করেছেন এবং সুহানাকে ভালবাসা জানিয়েছেন।

View this post on Instagram

missingg😔

A post shared by Suhana Khan (@suhanakhan2) on Sep 16, 2020 at 12:13pm PDT

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে সুহানা ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করতে ভর্তি হন। করোনার জন্যে গত মার্চ মাসে দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। প্রায়শই সোশ্যাল মিডিয়াতে তাঁকে পোস্ট করতে দেখা যাচ্ছে। সম্প্রতি কালো হাফ সোল্ডার টপ এবং সাদা কালো ফ্লোইং স্কার্ট পরিধান করে সুহানা একটি ছবি পোস্ট করেছিলেন। একটা সবুজ উন্মুক্ত প্রান্তরে পাথরের ওপর বসে ছবিটি তুলেছিলেন শাহরুক কন্যা। সেখানে তিনি ট্যাগ লাইন হিসাবে লিখেছিলেন “আইল্যান্ড গার্ল।” এই ধরনের পোস্ট থেকেই ক্যামেরার সামনে নিজের সাবলীলতার পরিচয় দেন সুহানা।

সুহানা অভিনয়ের ক্ষেত্রেও পিছিয়ে নেই। নিজের কলেজ জীবনে একাধিক নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরুক কন্যা। পাশাপাশি  তাঁর এক বন্ধুর তৈরি করা একটি ছোট ছবিতে অভিনয়ও করেছেন তিনি, ছবিটির নাম ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’। গত বছর ইউটিউবে এই ছবিটি মুক্তি পেয়েছে। সেখানে সুহানার অভিনয়ের প্রশংসা করেছেন বলিউদের তাবর তাবর মানুষেরা। তাহলে কি রূপালি পর্দায় দেখা যাবে সেলিব্রিটি কন্যা সুহানাকে’ও, আশা যে জাগছে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =