‘পটকা বাজি না ফাটলে কালীপুজো হবে?’, পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরণ নিয়ে বেফাঁস মদন

‘পটকা বাজি না ফাটলে কালীপুজো হবে?’, পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরণ নিয়ে বেফাঁস মদন

 কলকাতা: শিয়রে পঞ্চায়েত নির্বাচন। জোর কদমে চলছে প্রচার৷ তারই মাঝে গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিকবার বোমা বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে এসেছে। তাতে মৃত্যুও হয়েছে। সেই বিষয়ে কথা বলতে গিয়েই বোমা ফাটালেন মদন মিত্র। আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে এমন কাণ্ড হতেই পারে।

আরও একবার বেঁফাস মন্তব্য করে হইচই ফেলেছেন মদন৷ তিনি বলেন, “২৯৪ টি আসন। এক লক্ষের উপর পঞ্চায়েত। তাতে দু’চারটে পটাকা বাজি না ফাটলে কালিপুজো হবে? এমনটা হয় নাকি।” মদন উবাচ শুনেই খড়্গহস্ত বিরোধীরা।

প্রসঙ্গত, খাদিকুল কাণ্ডের পর বারবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের খবর মিলেছে। প্রাণও গিয়েছে। গত সোমবার রাস্তার পাশের শৌচালয়ে শৌচকর্ম সারতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালকের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বনগাঁর বক্সিপল্লির ২২ নম্বর ওয়ার্ডে। সেই ঘটনা নিয়ে মঙ্গলবার বেসুরো ছিলেন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, “বাংলায় কবে বোমা ছিল না? সিপিএমের সময়েও ছিল, এখনও আছে। বোমা সব থেকে সহজ আর সস্তার জিনিস, প্রচণ্ড রোদে বোমা ফেটে যাচ্ছে।”