আমেদাবাদ: আজ ভাগ্য পরীক্ষা অমি শাহের৷ তৃতীয় দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে পৌঁছে গেলেন শাহ। আমদাবাদের এক স্কুলে ভোট দেবেন মোদীর সেনাপতি৷ একই বুথে ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। একই সঙ্গে ভোট কেন্দ্রে দুই হেভিওয়েট নেতা। তাঁদের দেখতে রাস্তার দু’পাশে নেমেছে উৎসাহিত জনতা ভিড়৷
Union Home Minister Amit Shah at Nishan Higher Secondary School in Ahmedabad, Gujarat
Prime Minister Narendra Modi will arrive here to cast his vote for #LokSabhaElections2024 pic.twitter.com/ED4WB6SyUp
— ANI (@ANI) May 7, 2024
#WATCH | Prime Minister Narendra Modi arrives at a polling booth in Ahmedabad, Gujarat to cast his vote for #LokSabhaElections2024
Union Home Minister Amit Shah is also present. pic.twitter.com/3aA2GUti6s
— ANI (@ANI) May 7, 2024
ভোট শুরুর আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে সকলকে ভোটদানে উৎসাহ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতিমুক্ত সরকার গঠনের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি৷ এদিন সকালে বাংলা-সহ মোট ১০টি ভাষায় পোস্ট করেন শাহ। পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আর্জি, ‘‘যাঁরা আজ তৃতীয় দফার নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তাঁরা অবশ্যই একটি দুর্নীতিমুক্ত সরকার গঠনের পক্ষে ভোট দিন।’’
আজকের এই পর্বের নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলের কাছে রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের আর্জি জানাচ্ছি। তাঁদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে।
— Narendra Modi (@narendramodi) May 7, 2024
আজকের এই পর্বের নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলের কাছে রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের আর্জি জানাচ্ছি। তাঁদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে।
— Narendra Modi (@narendramodi) May 7, 2024