দীপাবলির উপহার হোক দেশীয় পণ্যে, ‘মেড ইন ইন্ডিয়া’র পক্ষে সওয়াল মোদীর

দীপাবলির উপহার হোক দেশীয় পণ্যে, ‘মেড ইন ইন্ডিয়া’র পক্ষে সওয়াল মোদীর

নয়াদিল্লি: ১০০ কোটি টিকাকরণের মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ভারত৷ এই উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন আরও একবার ‘মেড ইন ইন্ডিয়া’র পক্ষে সওয়াল করেন তিনি৷ জোড় দেন লোকাল ফর ভোকালের জন্য৷ 

আরও পড়ুন- অনুমোদন দেয়নি WHO, মোদী বললেন, ভারতের টিকা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত

 প্রধানমন্ত্রী বলেন, আজ ‘মেড ইন ইন্ডিয়া’র শক্তি অনুভব করছে গোটা দেশ৷ মেড ইন ইন্ডিয়া’ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস, যা তৈরি করতে কোনও ভারতবাসী মাথার ঘাম পায়ে ফেলেছে, সেই পণ্য কেনার উপর জোড় দিতে হবে৷ সকলের মিলিত প্রচেষ্টাতেই তা সম্ভব হবে৷ তাঁর কথায়, স্বচ্ছ ভারত অভিযান যেমন একটা জন আন্দোলন, তেমনই ভারতে তৈরি জিনিস কেনার উপর জোড় দিতে হবে দেশবাসীকে৷ আমাদের ভোকাল ফর লোকাল হতে হবে৷ সকলের উদ্যোগে আমারা এটাও করে দেখাব, বিশ্বাস নমোর৷ দেশবাসীর কাছে তাঁর আর্জি, দীপাবলির এই উৎসবেও মেড ইন ইন্ডিয়ার ছোঁয়া থাকুক৷ আরও বেশি করে দেশীয় পণ্য কিনুক মানুষ৷  

নমো বলেন, গত বছর দীপাবলির সময় সকলের মধ্যে একটা উদ্বেগ ছিল৷ কিন্তু এই দীপাবলিতে ১০০ কোটি ভ্যাকসিন ডোজ মানুষের মনে একটা বিশ্বাস জাগিয়েছে৷ আমার দেশের ভ্যাকসিন যদি আমাদের সুরক্ষা দিতে পারে, তাহলে আমাদের দেশের উৎপাদন, আমাদের দেশের তৈরি পণ্য আমাদের দীপাবলিকে আরও উজ্জ্বল করে তুলতে পারবে৷ তাতে দেশের অর্থনৈতিক শক্তিও মজবুত হবে৷  প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে দীপাবলির সময় বিক্রয় অনেক গুণ বেড়ে যায়৷ ছোট ছোট ব্যবসায়ীদের কাছে দীপাবলি আশার আলো নিয়ে আসে৷ তাই দেশীয় পণ্য কিনুন৷ সেই সঙ্গে প্রধানমন্ত্রী আরও বসেন, উৎসবের মরশুমেও কেন্দ্র নিরন্তর টিকাকরণ চালিয়ে গিয়েছে৷ টিকাকরণে কোনও ভিআইপি সংস্কৃতি আসনে দেয়নি৷ ধনী-দরিদ্রে কোনও ভেদাভেদ করা হয়নি৷ উৎসবের মরশুমে এবার তিনি জোড় দিলেন মেড ইন্ডিয়া পণ্যের উপরে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =