modi
কলকাতা: প্রধানমন্ত্রী আবাসযোজনা থেকে একশো দিনের কাজ৷ বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে৷ এমন অভিযোগ নতুন নয়। বঞ্চনার অভিযোগের মাঝেই জলজীবন মিশন প্রকল্পে রাজ্য সরকারকে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিল কেন্দ্র। জানা যাচ্ছে, জলজীবন মিশনে প্রথম কিস্তির প্রথম ভাগের ৯৫১ কোটি টাকা এসে পৌঁছেছে রাজ্য কোষাগারে। টাকা চলে আসায় দ্রুত গতিতে শুরু হবে কাজ৷ তেমনটাই আশা করা হচ্ছে।
জলজীবন মিশনের মাধ্যমে মূলত সমস্ত গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হয়। বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট অর্থ বরাদ্দ করে। তবে এই কাজে বাংলার সাফল্য বিশাল কিছু নয়৷ এই বাংলার ভূমিকা নিয়ে আগেও প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় সরকার৷ অর্থ বন্ধ হওয়ার মত পরিস্থিতিও তৈরি হচ্ছিল। এমকাবস্থায় রাজ্যে জলজীবন মিশনে গতি আসে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করে রাজ্য সরকার।
প্রথম সারির একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৬৬.৩৩ লক্ষ পরিবারের কাঠে জলের সংযোগ পৌঁছে গিয়েছে। যা শতাংশের হিসাবে ৩৮.১৯। তবে ১.৭৩ কোটি পরিবারের কাছে এখনও জলসংযোগ পৌঁছে দিতে হবে। আগামী মার্চ মাসের মধ্য়ে এক কোটি বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য৷
![](https://aajbikel.sortd.pro/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)