কলকাতা: ‘হনুমানজি চারধাম প্রকল্পে’ এবার জুড়ল বাংলার নাম৷ দেশজুড়ে হনুমানজির যে চারধাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে তিনধামের জায়গা আগেই বাছা হয়ে গিয়েছিল৷ বাকি ছিল চতুর্থধামের খোঁজ৷ সেই খোঁজও এবার পূর্ণ হল৷ চতুর্থ ধাম হিসাবে বেছে নেওয়া হল পশ্চিমবঙ্গকে৷ ‘হনুমানজি চারধাম প্রকল্পে’ এবার হনুমানজির বিশাল মূর্তি বসবে বাংলায়৷ তৈরি হবে নতুন তীর্থ ক্ষেত্র৷
আরও পড়ুন- ‘সোহাগে-আদরে’ নববর্ষ পালন শোভন-বৈশাখীর! ভাইরাল নতুন বছরের উষ্ণ ছবি
শনিবার হনুমান জয়ন্তীতে উপলক্ষে গুজরাতের মরাবিতে ১০৮ ফুটের হনুমান মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দাঁড়িয়েই তিনি জানান, আগামী দিনে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে একই রকম মূর্তি বসানো হবে। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) সূত্রে জানা গিয়েছে, সর্বপ্রথম হনুমান ধাম তৈরি হয়েছে শিমলায়৷ আজ, অর্থাৎ শনিবার হনুমানজির দ্বিতীয় মূর্তির উন্মোচন হল গুজরাতে। ইতিমধ্যেই তামিলনাড়ুর রামেশ্বরমে শুরু হয়ে গিয়েছে হনুমানজির মূর্তি তৈরির কাজ৷ এর পরে কাজ শুরু হবে বাংলায়। তবে এ রাজ্যে ঠিক কোথায় হনুমান-তীর্থ গড়ে তোলা হবে, তা স্পষ্ট ভাবে জানানো হয়নি৷
উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসে প্রথম মোদী সরকার৷ কিন্তু, হিমাচল প্রদেশের শিমলায় তার আগেই ২০১০ সালে তৈরি হয় এই বিশাল হনুমান মূর্তি। দ্বিতীয় মূর্তিটি স্থাপিত হল গুজরাতের মরাবিতে বাপু কেশাবনন্দজির আশ্রমের ঠিক পাশেই। ২০১৮ সাল থেকে শুরু হয় মূর্তি তৈরির কাজ৷ এই মূর্তিটি নির্মাণে খরচ হয়েছে ১০ কোটি টাকা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এদিন মূর্তি উন্মোচন করেন নমো। এর পরেই তিনি বলেন, ‘‘আমি যা জানি তাতে, আগামী দিনে এমনই মূর্তি বসানো হবে রামশ্বরম এবং পশ্চিমবঙ্গে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>