বিরোধী ঐক্যে ভাঙন? মোদী-পাওয়ারের বৈঠকে জোড় জল্পনা দিল্লিতে

বিরোধী ঐক্যে ভাঙন? মোদী-পাওয়ারের বৈঠকে জোড় জল্পনা দিল্লিতে

নয়াদিল্লি:  আগামী সোমবার থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন৷ তার ঠিক আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ দিল্লিতে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে প্রায় ৫০ মিনিট ধরে বৈঠক করেন তাঁরা৷ প্রধানমন্ত্রী দফতরের টুইটার হ্যান্ডেল থেকে এই বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই জাতীয় রাজনীতির অলিন্দে শুরু হয়েছে জোড় জল্পনা৷ অনেকেই এই বৈঠকে রাজনীতির নয়া সমীকরণ দেখতে শুরু করেছেন৷ 

আরও পড়ুন- অনুমোদনের আবেদনই জমা পড়েনি! ‘কোভিশিল্ড’ নিয়ে বিতর্ক বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

এদিনের বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি৷ তবে জানা যাচ্ছে এনসিপি’র তরফে একটি সাংবাদিক বৈঠক করে দলের অবস্থান সম্পর্কে জানানো হতে পারে৷ অবার অনেকেই মনে করছেন বাদল অধিবেশন শুরুর আগে সমস্ত দলগুলিকে ঐকমত্যে আনার জন্যেই শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি যে ভাবে আফগানিস্তানে অচলাবস্থা বাড়ছে ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে, যে ভাবে একের পর এক ড্রোন হামলা হচ্ছে তাতে হয়তো আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে বড় কোনও পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে নয়া দিল্লি৷ সেই কারণেই সমস্ত বিরোধী দল ও নেতৃত্বের সঙ্গে কথা বলা হচ্ছে বলে ওয়াকিবহাল মহলের অভিমত৷ এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনও বিবৃতি না দেওয়ায় গোটা বিষয়টিই রয়েছে সম্ভাবনার মোড়কে৷ 

এদিকে, গতকাল শরদ পাওয়ারের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন রাজনাথ সিং৷ তার পরেই আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক৷ তবে শুধু পাওয়ার নয়৷ একাধিক নেতৃত্বের সঙ্গে এই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর৷ 

 

আরও পড়ুন- দেশের দৈনিক আক্রান্ত ছাড়াল ৩৮ হাজার, সুস্থতা প্রায় ৯৮%

এদিকে ২০২৪-কে পাখির চোখ করে শরদ পাওয়ারের সঙ্গে একাধিক বৈঠক সেরেছেন প্রশান্ত কিশোর৷ কংগ্রেসকে বাদ রেখে ওই বৈঠক তৃতীয় শক্তির জল্পনা উস্কে দিয়েছিল৷ এর পর রাহুল গান্ধীর সঙ্গে ভোটকুশলী পিকে’র বৈঠক দিল্লির রাজনীতিতে অন্যমাত্রা যোগ করে৷ তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন বলেও শুরু হয়েছে কানাঘুষো৷ এরই মধ্যে মোদী-পাওয়ারের বৈঠক৷ যা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে৷ কোনও ভাবে বিরোধী জোটে ভাঙন ধরিয়ে অন্য সমীকরণ খুঁজছেন না তো পাওয়ার? যেখানে বিরোধী দলগুলিকে জোটবদ্ধ করার ক্ষেত্রে অন্যতম সূত্রধর হিসাবে শরদ পাওয়ারকে দেখা হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠক নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =