দেশে ঢুকে পড়ল মৌসুমী বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় বর্ষার গতিবিধি কি? আপডেট দিল IMD

দেশে ঢুকে পড়ল মৌসুমী বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় বর্ষার গতিবিধি কি? আপডেট দিল IMD

 কলকাতা: তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর৷ অবশেষে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ অবশেষে বর্ষা ঢুকল দেশে৷ বৃহস্পতিবার মৌসম ভবনের তরফে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের কথা জানানো হয়। সাধারণত ১ জুন ভারতে বর্ষা প্রবেশ করে৷ তবে এই বছর বর্ষা আসতে ৭ দিন দেরি করল। কেরলে বর্ষা ঢোকায় আশায় রয়েছে বাংলাও৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, খুব শীঘ্রই বাংলায় বর্ষার আগমন ঘটবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে আলিপুর।

চলতি বছর ৮ জুন দেশে বর্ষা প্রবেশ করেছে। যদিও এবছর যে বর্ষা আসতে দেরি করবে, সে বিষয়ে আগেই জানিয়েছিল মৌসম ভবন। আইএমডি-র পূর্বাভাস ছিল, ১ জুনের বদলে ৪ জুন বর্ষা প্রবেশ করবে৷ তবে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের দাপটে ৪ তারিখেও বর্ষা এসে পৌঁছয়নি৷ মৌসুমী বায়ু এল ৮ জুন।  

কেরলে বর্ষার ঢুকে পড়লেও আপাতত এর প্রভাব দুর্বল থাকবে বলেই জানা গিয়েছে। আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর জেরেই বর্ষার তেজ এখনই দেখা যাবে না। এই ঘূর্ণিঝড়ের প্রভাব আরও দু’দিন থাকবে।  ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই দ্রুত মৌসুমি বায়ু ঢুকে পড়বে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে৷ 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় কেরলের পাশাপাশি বর্ষা ঢুকে পড়বে কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপূর্ব ভারত এবং দক্ষিণ-পশ্চিম, মধ্য, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১১ জুন সিকিম এবং উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে, সে বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। এই আবহে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ জারি থাকবে বলে সতর্ক করা হয়েছে৷