অবশেষে বর্ষা এল দক্ষিণে! আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা?

অবশেষে বর্ষা এল দক্ষিণে! আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা?

কলকাতা: অবশেষে তপ্ত ভূমিতে লাগতে চলেছে বৃষ্টির প্রলেপ৷ দেরিতে এলেও, অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকে পড়ল বর্ষা। যদিও উত্তরবঙ্গে বেশ কয়েক দিন আগেই বর্ষার আগমন ঘটেছে। উত্তরে বৃষ্টি নেমে স্বস্তি দিলেও দক্ষিণবঙ্গ জ্বলছিল দাবদাহে। প্রাক-বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টি গরমকে কাবু করতে পারেনি৷ সেই সঙ্গে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি৷ অবশেষে এল বর্ষা৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তুমুল ঝড়বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

১৯ জুন সোমবার বর্ষা ঢুকে পড়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে। আগামী দু’দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি অংশেও ঢুকে পড়বে  জলে ভরা মৌসুমী বায়ু। গত ১২ জুন উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। কিন্তু মালদহে এসে দাঁড়িয়ে পড়েছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। পাহাড় ছেড়ে এগোচ্ছিল না বৃষ্টির অক্ষরেখা৷ সাধারণত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১১ জুন। সেখানে আট দিন পরে এল বর্ষা৷ 

কোন কোন জেলায় বৃষ্টি হবে?
 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার মুষলধারে বৃষ্টি নামবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে৷ তবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ সেই সঙ্গে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে পাহাড়ে।

মঙ্গল ও বুধবার উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে৷  দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকে পাঁচ জেলাতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ষা ঢোকায় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমেছে। পূর্বাভাস মতো বৃষ্টি শুরু হলে আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নমামবে বলে জানিয়েছে আলিপুর৷