নয়াদিল্লি: সময়সীমা ফুরিয়েছে৷ অথচ এখনও লিঙ্ক করা হয়নি বহু আধার কার্ড৷ এই যুক্তিতেই নিষ্ক্রিয় করে দেওয়া হল সাড়ে ১১ কোটি প্যান কার্ড৷ একটি আরটিআই (তথ্য জানার অধিকার)-এর জবাবে এমনটাই জানাল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স (সিবিডিটি)।
২০২৩ বছরের ৩০ জুন ছিল আধার ও প্যান লিঙ্কের শেষ দিন। সিবিডিটি সূত্রে খবর, ভারতে প্রায় ৭০ কোটি ২৪ লক্ষ প্যানকার্ড হোল্ডার রয়েছেন। তাঁদের মধ্যে মোট ৫৭ কোটি ২৫ লক্ষ মানুষ আধার-প্যান যোগ করিয়েছেন। তবে বাকিরা করেননি৷ সেই কারণেই বাকি ১২ কোটির মধ্যে সাড়ে ১১ কোটির প্যান কার্ডই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এই বিষয়ে আরটিআই করেছিলেন মধ্যপ্রদেশের এক সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়৷ সই আরটিআইয়ের জবাবেই এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাহলে এই নিষ্ক্রিয় প্যানকার্ডগুলি কী করা হবে? জানা গিয়েছে, এক হাজার টাকা জরিমানা দিলেই ফের সক্রিয় হয়ে যাবে প্যান কার্ড৷ তবে জরিমানার অঙ্ক শুনে চন্দ্রশেখরের প্রশ্ন, নতুন প্যান কার্ড বানাতে জিএসটি সহ মাত্র ৯১ টাকা খরচ হয়৷ সেখানে প্যানকার্ড সক্রিয় করতে ১০ গুণ জরিমানা কেন? এ বিষয়ে সরকারের চিন্তাভাবনা করা উচিত বলেও মন্তব্য তাঁর৷