নয়াদিল্লি: বৃহস্পতির সকালে নতুন রূপে ধরা দিলেন রাহুল গান্ধী। ওঠালেন ‘সারে দুনিয়াকে বোঝ,,’৷
এদিন সকালে অবশ্য চেনা সাদা টিশার্ট আর প্যান্ট পরেই দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে হাজির হয়েছিলেন ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ৷ সেখানে মোট বহনকারী কুলিদের সমস্যার কথা শুনতে এসেছিলেন তিনি। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই বেশ বদলে ফেলেন রাহুল৷ গায়ে জড়ান কুলির লাল পোশাক৷ আনন্দ বিহার রেল স্টেশনে মোট বহনকারী কুলিদের ভিড়ে মিশে গেলেন তিনি। তবে গায়ে কুলির পোশাকই চাপালেন না। হাতে বাঁধেন বিল্লা। নিজেদের সংখ্যা মনে রাখার জন্য এই নম্বর প্লেট হাতে বাঁধেন কুলিরা৷ মাথায় চাপিয়ে বইলেন মোট৷ সেই দৃশ্য মনে করিয়ে দিল আশির দশকের গোড়ায় মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন অভিনীত ‘কুলি’ সিনেমার কথা। মনে পড়ে গেল ওই ছবিতে কিশোর কুমারের গাওয়া বিখ্যাত গান ‘সারে দুনিয়াকে বোঝ হাম উঠাতে হ্যায়…৷’’
जननायक राहुल गांधी जी आज दिल्ली के आनंद विहार रेलवे स्टेशन पर कुली साथियों से मिले।
पिछले दिनों एक वीडियो वायरल हुआ था जिसमें रेलवे स्टेशन के कुली साथियों ने उनसे मिलने की इच्छा जाहिर की थी।
आज राहुल जी उनके बीच पहुंचे और इत्मीनान से उनकी बात सुनी।
भारत जोड़ो यात्रा जारी है.. pic.twitter.com/QrjtmEMXmZ
— Congress (@INCIndia) September 21, 2023
null
রাহুলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কুলিদের সংগঠন৷ গত মাসেই দূত মারফৎ এই আর্জি জানিয়েছিলেন তাঁরা। আর্জি ফেরাননি রাহুলও৷ এদিন সকাল সকাল আনন্দ বিহার স্টেশনে তিনি চলে আসেন কুলি ভাইদের সঙ্গে দেখা করতে। তাঁদের সমস্যার কথা মনে দিয়ে শোনেন তিনি। এর পর রাহুল কুলিদের ভিড়ে মিশে যেতেই চারিদিকে ওঠে ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ স্লোগান৷ কুলির পোশাক পরে হাঁটার সময় একটি নীল রঙের সুটকেস তাঁর দিকে এগিয়ে দেন একজন। হাসিমুখে সেই সুটকেস মাথায় তুলে নেন কংগ্রেস সাংসদ। সুটকেস মাথায় কিছুটা পথও হাঁটেন তিনি৷
প্রসঙ্গত, নয়াদিল্লি ও আনন্দ বিহার রেল স্টেশনে কুলিরা বংশানুক্রমিক ভাবে মোট বহনের কাজ করে চলেছেন। কুলিদের লাইসেন্স দেয় রেল। এই কুলিরা অধিকাংশই বিহার ও পূর্ব উত্তরপ্রদেশের লোক। বংশ পরম্পরায় তাঁরা লাইসেন্স পাচ্ছেন৷
এর আগে ক্ষেতে নেমে হরিয়ানার চাষীদের সঙ্গে ধান বুনতে দেখা গিয়েছিল সোনিয়া-তনয়কে৷ পরে তাঁদের পরিবারের মহিলাদের বাড়িতে ডেকে মধ্যাহ্নভোজও করেছিলেন মা-ছেলে।