খোলামেলা পোশাকে কানের গালিচায় ম্রুনাল, সাহসী ফোটোশুটে পলক, বোল্ড পোশাকে বিতর্কে পাক অভিনেত্রী

খোলামেলা পোশাকে কানের গালিচায় ম্রুনাল, সাহসী ফোটোশুটে পলক, বোল্ড পোশাকে বিতর্কে পাক অভিনেত্রী

66e2844256c5203d18e03f7b47991533

মুম্বই:  বলিউডের লাস্য ঝরল কান চলচ্চিত্র উৎসবের লাল কার্পেটে৷ এই বছর লাল গালিচায় অভিষেক হল বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। এক নামী পানীয় সংস্থার মুখ হিসাবে আত্মপ্রকাশ করলেন ‘সুপার ৩০’ খ্যাত অভিনেত্রী। এর আগে ওই সংস্থার হয়ে কানের লাল গালিচায় হেঁটেছেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এ বার তাঁর জায়গা নিতে চলেছেন ম্রুণাল।

কানের লাল গালিচায় পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন নায়িকা ৷ সেই ছবি নেটপাড়ায় ভাইরাল হতেই চর্চা শুরু৷ সাদা কাটআউট গাউনে যেন আগুন ঝরালেন ম্রুণাল৷ পোশাকশিল্পী অনামিকা খন্নার সাজে ম্রুণালের থেকে চোখ ফেরানো দায়। উন্মুক্ত বক্ষবিভাজিকা, স্পষ্ট নিতম্বের একাংশ, সারা পোশাক জুড়ে চুমকির কারুকাজ৷ সেই সঙ্গে পালক লাগানো ঝালর ভেলে অপরূপ হয়ে উঠেছিলেন তিনি৷ 

তবে ম্রুনালের রাপটান ছিল বেশ ছিমছাম।  ন্যুড শেডের মেকআপেই নজর কাড়লেন অভিনেত্রী। কানে হিরের দুল আর খোলা চুলে ঝরালেন লাস্য৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্রুণাল বলেন, ‘‘প্রথম বার কানে অংশ নিতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে আলাপ করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি, আগামী দিনে আরও নতুন সুযোগ আসবে, অনেক নতুন প্রতিভার সঙ্গে আমার আলাপ হবে।’’

এদিকে, বলিপাড়ায় সদ্যই অভিষেক হয়েছে টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির। সলমন খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে তাঁকে৷ তবে সমাজমাধ্যমে ইতিমধ্যেই নিজের জায়গা বেশ পাকা করে ফেলেছেন পলক৷ 

ইন্সটাগ্রামে বেশ বোল্ড অবতারে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে ২২ বছরের পলককে৷ তবে বার বার মা শ্বেতার সঙ্গে তাঁর তুলনা চলে এসেছে। কারণ, ৪২ বছরে পা দিলেও কোনও অংশ লাবণ্য কমেনি শ্বেতার। এখনও লাস্যময়ী রূপে, স্বল্প পোশাকে দেখা মেলে অভিনেত্রীর। দিন কয়েক আগেই মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলের রুমে সাহসী অবতারে ফোটোশুট করেন শ্বেতা। পরনে ছিল সাদা রঙের ব্রালেট এবং কালো রঙের মিনি স্কার্ট। ক্যামেরার সামনে কখনও কালো জ্যাকেটের আড়ালে শরীরে আলগা ভাবে এলিয়ে দিয়েছেন, কখনও আবার জ্যাকেট পরার প্রয়োজনই বোধ করেননি লাস্যময়ী অভিনেত্রী। 

শ্বেতার ঝড় তোলা লুক নিয়ে আলোচনা শুরু হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই নয়া অবতারে ধরা দেন পলক৷ আঁটসাঁট পোশাকে ধরা দেন তিনি। হলুদ রঙের ব্রালেটের সঙ্গে বেছে নেন একই রঙের মিনি স্কার্ট। কিন্তু, অনেকেরই দাবি, পলকের প্রধান প্রতিযোগী তাঁর মা৷ 

লাস্যময়ী অভিনেত্রীর কমতি নেই পড়শি পাকিস্তানেও৷ মাত্র ১৪ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন ইকরা আজিজ। ছোট পর্দায় অভিনয় করেই তাঁর পথ চলা শুরু৷ উপার্জনের দিক থেকে নাকি পাকিস্তানে সর্ব প্রথম আসে এই টেলি অভিনেত্রীর নাম। তবে তাঁর নামের সঙ্গে বিতর্কও ওতপ্রোত ভাবে জড়িত।

সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়ে ‘বিচ ড্রেস’ পরাটাই সেলেব পাড়ার দস্তুর৷ ইকরাও ব্যতিক্রম নন৷ তিনিও ‘বিচ ড্রেস’ পরে ছবি তুলেছিলেন। সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করতেই বিতর্কের সূত্রপাত৷  সংবাদ সংস্থা সূত্রে খবর, নেট ইউজারদের অধিকাংশের কথায়,  ‘‘মুসলিম হয়ে এই ধরনের পোশাক পরা মানে তাঁর উচিত নয়৷ তিনি সমাজের কলঙ্ক।’’ তবে শত সমালোচনাও তাঁকে নোয়াতে পারেনি৷ বরং নেটপাড়ায় আরও বেশি করে সক্রিয় হয়ে উঠেছেন তিনি।

দীর্ঘকালীন প্রেমিক ইয়াসির হুসেনকে বিয়ে করার পরেই শুরু গুঞ্জন। জানা গিয়েছে, অভিনেত্রীর চেয়ে ১৪ বছরের বড় ইয়াসির। বয়স এতটা বড় এক পুরুষকে বিয়ে করেছেন বলে ইকরার দিকে আঙুল তোলেন অনেকেই। কিন্তু, সে সবে কান দেননি অভিনেত্রী৷ বরং ইয়াসিরের সঙ্গে স্বপ্নের সংসার বাঁধেন। বিয়ের দু’বছর পর পুত্রসন্তানেরও জন্ম দেন ইকরা।