কলকাতা: ভারতের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির বিপুল সাম্রাজ্যের উত্তরাধিকার তাঁর তিন সন্তান আকাশ, ইশা ও অনন্ত আম্বানি। তিন সন্তানের কাঁধে ভর দিয়ে সাম্রাজ্যের বিস্তারে মরিয়া মুকেশ৷ রিলায়েন্সের ডিরেক্টর পদে রয়েছেন তিনি ভাই-বোন। কিন্তু তাঁরা কেউই বেতন পান না! এমনই দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। জানা গিয়েছে, তাঁরা সরাসরি কোনও বেতন না পেলেও, বোর্ড ও কমিটির মিটিংয়ে উপস্থিত থাকার জন্য নির্দিষ্ট ফি পান।
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবর্ষ থেকে কোম্পানি থেকে এক টাকাও বেতন নেননি খোদ মুকেশ আম্বানি। যদিও তাঁর তুতো ভাই নিখিল ও হিতাল রিলায়েন্স থেকে বেতন নেন এবং অন্য়ান্য সুযোগ সুবিধাও নিয়ে থাকেন। এবার জানা গেল মুকেশের যমজ সন্তান আকাশ ও ইশা (দুজনেই ৩১) ও কনিষ্ঠ সন্তান অনন্ত (২৮ বছর)-ও পেতন নেন না৷ তাঁরা শুধুই মিটিং বাবদ ফি পান। তবে সংস্থার লভ্যাংশ থেকে কমিশন আসে তাঁদের ভাগে। তবে বাবার মতোই সরাসরি বেতন তাঁদের জন্য বরাদ্দ করা হয়নি। গত মাসেই তাঁরা সরাসরি যোগ দিয়েছেন রিলায়েন্সে৷
কিন্তু, কেন বেতন নেন না মুকেশের কন্যা ও পুত্ররা? আসলে তিন ভাইবোনের নিয়োগ হয়েছে মুকেশ পত্নী নীতা আম্বানির নিয়োগের মতোই শর্ত মেনে। ২০১৪ সালে সংস্থার বোর্ড মেম্বার হন নীতা। ২০২২-২৩ অর্থবর্ষে তিনি কমিশন পেয়েছেন ২ কোটি টাকা। পাশাপাশি মিটিংয়ে উপস্থিত থাকার জন্য পেয়েছেন ৬ লক্ষ টাকা। তেমনটাই পাবেন তাঁর সন্তানরাও৷
বর্তমানে রিলায়েন্স রিটেইলের দায়িত্বে রয়েছেন ইশা আম্বানি। টেলিকম ব্যবসা জিও-র দায়িত্ব নিচ্ছেন আকাশ আম্বানি। তাঁর ভাই অনন্ত আম্বানি রিলায়েন্সের জ্বালানি ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবসার দেখভাল করছেন। মুকেশ আম্বানি নিজের তিন সন্তানের মধ্যে ব্যবসা ভাগ করে দিয়েছেন। যদিও আগামী পাঁচ বছরের জন্য মুকেশ আম্বানিই কোম্পানির চেয়ারম্যান থাকবেন।