ভিন রাজ্যে পড়তে গিয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, অন্ধ্র হাই কোর্টে মামলা পরিবারের

ভিন রাজ্যে পড়তে গিয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, অন্ধ্র হাই কোর্টে মামলা পরিবারের

কলকাতা: ভিন রাজ্যে পড়তে গিয়ে  রহস্যমৃত্যু বাংলার ছাত্রীর৷ ১৪ জুলাই হোস্টেলের ৪ তলা থেকে পড়ে যান ওই ছাত্রী৷ সেই খবর জানাতে তাঁর বাড়িতে ফোন করেন সুপার৷ ওই ছাত্রী আত্মহত্যা করেছেন বলে হোস্টেল কর্তৃপক্ষের দাবি৷ কিন্তু, সেই দাবি্ মানতে নারাজ পরিবার৷ মেয়েকে খুন করা হয়েছে বলেই অভিযোগ পরিবারের৷ এই মর্মে ৮ অগাস্ট অন্ধ্রপ্রদেশ হাই কোর্টে মামলা করে মৃত ছাত্রীর পরিবার৷ বিশাখাপত্তনমে পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী৷ সেখানেই রহস্যমৃত্যু হল রিতি সাহার৷ খুনের অভিযোগ এনেছে মৃত ছাত্রীর পরিবার৷ 

সম্প্রতি মৃত্যু হয় সৌরদীপ চৌধুরী নামে এক ছাত্রেরও৷ তিনি অন্ধ্রপ্রদেশের কোনেরু লক্ষ্মাইয়া বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক পড়তে গিয়েছিলেন৷ তাঁর মৃত্যু স্বাভাবিক নয় বলেই দাবি পরিবারের৷ সৌরদীপের বাবা সুদীপ চৌধুরী পেশায় চিকিৎসক৷ তিনি বলেন, ‘কোনও ভাবেই সৌরদীপ আত্মহত্যা করতে পারে না৷’ সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছেন তিনি৷ হোস্টেলের ১১ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় সৌরদীপের৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *