কলকাতা: ডিএ নিয়ে চলছে লাগাতার আন্দোলন৷ বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্য সরকারের কর্মচারীরা৷ এদিকে, ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে নবান্নও৷ বিজ্ঞপ্তি জারি করে সাফ জানানো হয়েছে, ধর্মঘটের দিনে দফতরে কেউ গরহাজির থাকলেও তাঁর বেতন কাটা হবে। এমনকি তাঁর কর্মজীবনেও ছেদ (সার্ভিস ব্রেক) পড়বে। অর্থ দফতর প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্কুল-কলেজ-সহ যাবতীয় সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠানও শুক্রবার পূর্ণ সময়ের জন্য খোলা থাকবে। নির্দিষ্ট কারণ না দর্শিয়ে কোনও সরকারি কর্মচারী ছুটি নিতে পারবেন না। এই চারটি শর্ত হল-
আরও পড়ুন- কুন্তল সহ তিনজনের জামিন খারিজ আবার, ১৪ দিনের হেফাজত
১) কোনও কর্মচারী যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন।
২) পরিবারের কোনও সদস্যের যদি প্রয়াণ ঘটে।
৩) কোনও কর্মী ৯ মার্চের আগে থেকেই যদি গুরুতর কোনও অসুস্থতার কারণে অনুপস্থিত থাকেন।
৪) যে কর্মচারীরা সন্তান পালনের ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা ৯ মার্চের আগে মঞ্জুর হওয়া মেডিক্যাল বা আর্নড লিভ নিয়ে রেখেছেন, তাঁরা শুক্রবার ছুটি পাবেন।
ক্ষমতায় আসার পর থেকেই ধর্মঘট নিয়ে কড়া অবস্থান নিয়েছে তৃণমূল। অতীতেও বিরোধীদের ডাকা সবক’টি ধর্মঘট কঠোর হাতে সামলেছে রাজ্য সরকার। এ বারও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে শুক্রবার সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন যে প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে তা বানচাল করে কাজকর্ম স্বাভাবিক রাখতে মরিয়া নবান্ন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>