বালেশ্বর: বালেশ্বরে পৌঁছে দুর্ঘটনা পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলে বিস্তারিত খবর নেন নমো৷ কথা বলেন রেলের পদস্থ আধিকারিকদের সঙ্গেও। খতিয়ে দেখেন উদ্ধার কাজ৷ অকুস্থল পরিদর্শনের পর আহতদের দেখতে বালেশ্বর হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী৷ সেখানে আহতদের সঙ্গে কথা বলেন তিনি৷ কথা বলে চিকিৎসকদের সঙ্গেও৷
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী৷ দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘‘এটা খুব দুঃখজনক ঘটনা। আহতদের চিকিৎসায় কোনও খামতি রাখবে না সরকার। খুবই গুরুতর ঘটনা৷ আমি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।’’
শুক্রবার সওয়া ৩টে নাগাদ হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে রওনা দিয়েছিল করমণ্ডল এক্সপ্রেস৷ সন্ধ্যা ৭টা নাগাদ ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী ২৩ কামরার ট্রেনটি। শনিবার রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন দুর্ঘটনায় ২৬১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬৫০-এর বেশি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>