নয়াদিল্লি: ২০২৩-২৪ অর্থবর্ষে কর্ম সংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে৷ জোর দেওয়া হয়েছে শিক্ষায়৷ নার্সিং পড়ুয়াদের ক্ষেত্রে এবার নয়া দিশা দেখাতে চলেছে এই বাজেট৷ ২০১৪ সাল থেকে দেশে মোট ১৫৭ মেডিক্যাল কলেজ তৈরি করা হয়েছে৷ তার সঙ্গে এবার ১৫৭ টি নয়া নার্সিং কলেজ তৈরি করা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মেডিকেল কলেজ তৈরির সঙ্গে সাযুজ্য রেখেই দেশে এবার নতুন করে ১৫৭টি নার্সিং কলেজ গড়ে তোলা হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি আরও জানান, ৪৭ লাখ যুবক-যুবতীকে স্টাইপেন্ড দেওয়া হবে। আগামী ৩ বছরের জন্য জাতীয় প্রকল্প চালু করা হবে। শিশু ও যুবকদের জন্য ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি স্থাপন করা হবে বলেও ঘোষণা করেন অর্থমন্ত্রী৷
157 new nursing colleges will be established in colocation with the existing 157 medical colleges established since 2014: FM Nirmala Sitharaman pic.twitter.com/BOH2s9PspS
— ANI (@ANI) February 1, 2023
২০২৪ সালেই লোকসভা ভোট। তার আগে রয়েছে নয় রাজ্যের বিধানসভা ভোট৷ সেই আবহে চলতি আর্থিক বছরের বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে মধ্যবিত্তের জন্য কী কী চমক আসছে, সে দিকেই লক্ষ্য সবার৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>