ইসলামপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মৃত্যু ৪ সদ্যোজাতের

ইসলামপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মৃত্যু ৪ সদ্যোজাতের

imagesmissing

ইসলামপুর: কোল আলো করে জন্ম নিয়েছিল ফুটফুটে ৫ কন্যা সন্তান। কিন্তু, সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই চার নবজাতকের মৃত্যু হল।  

রবিবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুর-বিহার সীমানার আমবাগান এলাকার এক বেসরকারি নার্সিংহোমে একসঙ্গে পাঁচ কন্যাসন্তানের জন্ম দেন তাহেরা বেগম। প্রিম্যাচিওয়র হওয়ায় স্বাভাবিকের থেকে অনেকটাই কম ওজন ছিল ৫ নবজাতকের। আশঙ্কাজনক হওয়ায় পার্শ্ববর্তী ইসলামপুর মহকুমা হাসপাতালে নিউ বর্ন কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু, ২৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল চার চারটে জীবন। একমাত্র জীবিত কন্যাসন্তানের অবস্থাও আশঙ্কাজনক। 

হাসপাতাল সূত্রে খবর, জন্মের কুড়ি ঘণ্টার মধ্যেই দুই শিশু মারা যায়। সোমবার সকালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বাঁচানোর জন্য সমস্তরকম চেষ্টা করা সত্ত্বেও বাঁচানো যায়নি। পরপর ৪ সন্তানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাহিরা বেগম।

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *