কলকাতা: রাজ্যের জন্য লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তাঁর সফরসঙ্গী হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যা৷ গত শুক্রবার মাদ্রিদে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চ থেকে রাজ্যে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেন মহারাজ৷ তিনি জানান, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দলদের ফেলে যাওয়া জমিতে ইস্পাত কারখানা গড়বেন তিনি। কারখানার জন্য প্রাথমিক পর্যায়ে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং এই কারখানা গড়ে উঠলে রাজ্যে কর্মসংস্থানও বাড়বে৷ আগামী ৬ মাসের মধ্যে কারখানা চালুর কথাও ঘোষণা করেন সৌরভ৷
সৌরভ বিনিয়োগের কথা জানাতেই ধেয়ে এল কটাক্ষ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, “শালবনিতে আগেও কিছু হয়নি, এখনও কিছু নেই, ভবিষ্যতেও কিছু হবে না।” তাঁর আরও সংযোজন, ‘‘শালবনিতে ইস্পাত কারখানার নামে ঢপের চপ হবে৷’’ এমনকী সৌরভকে ‘ধান্দাবাজ’ বলেও আক্রমণ শানান বিজেপি বিধায়ক।
রবিবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার সোদপুরের শ্রীপল্লী এলাকায় গনেশ পুজোর উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা৷ সেখানে থেকেই আক্রমণ শানান তিনি৷ শুভেন্দু বলেন, “সৌরভের সঙ্গে স্পেনের কি সম্পর্ক? বেহালা থেকে মাদ্রিদ হয়ে শালবনি! এটা শিল্প নয়। ঢপের চপ। এরকম অনেক কিছু আগেও দেখেছি।”
শুভেন্দুর বক্তব্য, ‘‘ব্যক্তি সৌরভ এবং তাঁর খেলাকে সম্মান করি৷ তবে সৌরভের মধ্য সবসময় একটা বাণিজ্যিক চিন্তাভাবনা রয়েছে। তিনি বাম আমলে অশোক ভট্টাচার্য ও বুদ্ধদেব ভট্টাচার্যকে ম্যানেজ করে জমি নিয়েছিলেন৷ বলেছিলেন সেখানে স্পোর্টস অ্যাকাডেমি করবেন৷ কিন্তু করেননি। সেই জমিতে বাণিজ্যিকভাবে ইংলিশ মিডিয়াম স্কুল করতে গিয়েছিলেন। তবে আদালতের নির্দেশে জমি ফেরত দিতে বাধ্য হন। দ্বিতীয়বার নিউটাউনে জমি নিয়েছিলেন। সেখানেও কিছু করেননি। তিনি এই সব ধান্দাবাজি করে নিজের অর্থ উপার্জন করতে চান।”
শুভেন্দুর এ হেন মন্তব্যে শাসকদল তৃণমূল তো বটেই বিজেপির একাংশও বেশ নারাজ। তাঁদের মতে, ভারতীয় ক্রিকেটের বৈঠা হাতে এক সময় বহু বৈতরণী পার করেছিলেন সৌরভ। তিনি গোটা বিশ্বে বাঙালি তথা ভারতকে গৌরবান্বিত করেছে। নিজগুনেই তিনি হয়ে উঠেছে বাংলার ‘দাদা’। সৌরভকে ঘিরে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ৷ তাঁদের মতে, সৌরভের উদ্দেশে এমন মন্তব্য না করাই শ্রেয়৷ বরং তিনি যদি বাংলায় শিল্প গড়তে চান, তাঁকে স্বাগত জানানো উচিত৷