‘ড্রপবক্সে’ নাম ফেললেই পুরভোটে বিজেপির টিকিট? তুঙ্গে চর্চা

‘ড্রপবক্সে’ নাম ফেললেই পুরভোটে বিজেপির টিকিট? তুঙ্গে চর্চা

কলকাতা: কলকাতা পুরসভার নির্বাচনে আপনি বিজেপির প্রার্থী হতে চান? তাহলে রাজ্য বিজেপির সদর দফতর ৬ নম্বর মুরলিধর সেন লেনের বাক্সে নিজের নাম ফেলতে পারেন। বিজেপি আপনাকে সেই সুযোগ দিচ্ছে।

বিজেপি দফতরে একটি 'ড্রপ বক্সে' নিজের নাম জমা দিতে পারবেন। পার্টি প্রয়োজন মনে করলে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। তবে, অনেকেই বলছেন অত্যুৎসাহিদের ভিড় কমাতেই এই ড্রপবক্স বসানো হয়েছে। আসলে এই ড্রপবক্স প্রার্থী নির্বাচন করবে না।

পুরসভার টিকিট পেতে অনেকেই উৎসাহী হতে পারেন। কিন্তু, বিজেপির টিকিট 'মুড়ির মোয়া' নয়। বিজেপির কয়েকজন শীর্ষ নেতা বিষয়টি দেখাশোনা করছেন। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে ১৪ জন রয়েছেন। যা খবর, ওই ১৪ জনকে প্রার্থী ঝাড়াই-বাছাইয়ের দায়িত্ব দিয়েছেন দিলীপ।

ওই কমিটিতে রয়েছেন, সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জী এছাড়া অমিতাভ চক্রবর্তী, সব্যসাচী দত্ত, রবিন চ্যাটার্জী, রাজ কোমল পাঠক, তুষার কান্তি ঘোষ, দীনেশ পাণ্ডে, শঙ্কু দেব পাণ্ডা সহ অনেকে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দিকের দায়িত্বে রয়েছেন। তবে, প্রতাপ বন্দ্যোপাধ্যায় সমস্ত বিষয় দেখাশোনা করছেন। অনেকেই বলছেন টিকিট দেওয়ার মূল কারিগর প্রতাপ বন্দ্যোপাধ্যায় নিজেই। পার্টি সূত্রে খবর, এবারে পুরসভার টিকিট দিতে সাবধানী বিজেপি। সেক্ষেত্রে, টিকিট পেতে হলে কমিটির অনুমদন লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − four =