এবার বাড়ি বসে ফ্রিতে মিলবে চিকিৎসকদের পরামর্শ, নয়া উদ্যোগ পুরসভার

করোনা পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া আরও সহজ করতেই এই পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। অনলাইন ভিডিও কলের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হবে। এর জন্যে আইএমএ সঙ্গে মিলিত প্রচেষ্টায় একটি নয়া অ্যাপ চালু করেছে কলকাতা পুরসভা। যার নাম 'ডাক্তারবাবু'। পাশাপাশি  consult.janupchaar.com নামের একটি ওয়েবসাইটেও এই পরিষেবা দেওয়া হবে।

কলকাতা: বর্তমানে করোনা পরিস্থিতিতে একাধিক নার্সিংহোম ও সরকারি হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা এক কথায় বন্ধ। পাশাপাশি সংক্রমণের কথা ভেবে চিকিৎসকেরা অনেকেই তাঁদের চেম্বার খুলছেন না। এই অবস্থায় বিপদে পড়েছেন হার্ট, কিডনি সহ অন্যান্য সমস্যা থাকা রোগীরা। তাদের কথা ভেবেই এবার কলকাতা পুরসভা ও আইএমএ'য়ের যৌথ উদ্যোগে চালু হল নয়া পরিষেবা। যেখানে বাড়িতে বসেই  কলকাতার নামি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে শহরবাসী। নিতে পারবেন চিকিৎসার সঠিক পরামর্শ। তাও আবার বিনামূল্যে।

করোনা পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া আরও সহজ করতেই এই পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। অনলাইন ভিডিও কলের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হবে। এর জন্যে আইএমএ সঙ্গে মিলিত প্রচেষ্টায় একটি নয়া অ্যাপ চালু করেছে কলকাতা পুরসভা। যার নাম 'ডাক্তারবাবু'। পাশাপাশি  consult.janupchaar.com নামের একটি ওয়েবসাইটেও এই পরিষেবা দেওয়া হবে।

প্রথমে এই অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপ কিংবা ওয়েবসাইটে গিয়ে রোগীকে নিজের ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে লগ-ইন করতে হবে। তারপর রোগী সেখানে একটি তালিকা দেখতে পাবেন। কোন রোগের জন্যে চিকিৎসা করাতে চাইছেন তা জানালে চিকিৎসকদের নামের তালিকা সামনে আসবে। সেখান থেকে ইচ্ছে মতো চিকিৎসককে বেছে নিতে হবে। এরপর নির্দিষ্ট সময়ে উক্ত চিকিৎসকের কাছে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। নির্ধারিত সময় রোগীকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে সেখানেই। এরপর রোগীকে পূর্ববর্তী প্রেসক্রিপশন ও রিপোর্ট আপলোড করতে হবে সেখানে।

এরপর নির্ধারিত সময়ে ভিডিও কলে উপস্থিত হবেন চিকিৎসক। তখন রোগী তাঁর সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। রোগী প্রয়োজনে চিকিৎসককে উপসর্গ দেখাতেও পারবেন। এই পরিষেবার জন্যে রোগীকে এক টাকাও খরচা করতে হবে না বলে জানিয়েছে কলকাতা পুরসভা। এখনও পর্যন্ত কলকাতার মোট ২২টি হাসপাতালের ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসককে এই পরিষেবা প্রদানের কাজে যুক্ত করেছে পুরসভা। প্রতিদিন ১ ঘণ্টার জন্যে ভিডিও কলে রোগীর সঙ্গে যোগাযোগ করবেন তাঁরা। এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে জানিয়েছে আইএমএ'য়ের সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =