আঙুলের ছাপ মিলছে না? বিকল্প ব্যবস্থা আনছে সরকার, জানেন সেটা কী?

আঙুলের ছাপ মিলছে না? বিকল্প ব্যবস্থা আনছে সরকার, জানেন সেটা কী?

irish scanner

কলকাতা: রেশন দুর্নীতি নিয়ে শোরগোল রাজ্যে৷ রয়েছে ভুয়ো রেশন কার্ডের অভিযোগ৷ এরই মধ্যে রেশন তোলা নিয়েও সাম্প্রতিককালে একাধিক অভিযোগ উঠে এসেছে৷ অনেক সময়ই দেখা যায় যে, রেশন নিতে আসা গ্রাহকের আঙুলের ছাপ মেলে না। তাই সমস্যার মুখে পড়তে হয় তাঁদের৷ এই আবহে সরকারের পক্ষেও নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না যে, ওই গ্রাহক যোগ্য ব্যক্তি কি না। এই পরিস্থিতিতে বিশেষ পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বার থেকে চোখের মণি স্ক্যান করে মিলবে রেশন৷ গ্রাহকের চোখের মণি স্ক্যান করা হবে ‘আইরিশ স্ক্যানারে’৷ 

জানা গিয়েছে, চোখের মণি স্ক্যান করার পর যদি দেখা যায় সংশ্লিষ্ট ব্যক্তি ‘আসল’ গ্রাহক, তবেই তাঁর হাতে চাল, ডাল, গম তুলে দেবেন রেশন দোকানের কর্মীরা৷ কিন্তু কবে থেকে চালু হচ্ছে এই নয়া নিয়ম? বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন তোলার ব্যবস্থা করতে ইতিমধ্যেই আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করা হয়েছে। তবে এতেও  সমস্যার সমাধান হয়নি৷ জানা গিয়েছে, আঙুলে কোনও দাগ থাকলে প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই ছাপ বায়োমেট্রিক ডেটার সঙ্গে মেলে না। এই সমস্যা মেটাতে দু’টি বিকল্পের কথা ভাবা হয়েছিল৷ প্রথমত, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইলে ওটিপি পাঠানো। তবে এতেও দুর্নীতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই আবহে মনে করা হচ্ছে দ্বিতীয় বিকল্প – আইরিস স্ক্যানের পদ্ধতিকে বেছে নিতে পারে সরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + one =