উন্মুক্ত বক্ষবিভাজিকায় সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার আগুন ছড়ালেন নুসরত

উন্মুক্ত বক্ষবিভাজিকায় সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার আগুন ছড়ালেন নুসরত

কলকাতা: একদিকে রাজনীতি, অন্যদিকে অভিনয়৷ দক্ষ হাতেই দু’দিক সামলাচ্ছেন নুসরত জাহান৷ তবে নুসরত মানেই টানটান উত্তেজনা৷ নুসরত মানেই উষ্ণতা৷ সোশ্যাল মিডিয়ায় আরও একবার সেই উষ্ণতার রং ছড়িয়ে দিলেন এই টলিউড ডিভা৷ তাঁর সম্প্রতি ফটোশুটের ছবি দেখে ঘায়েল নেটিজেনরা৷ 

আরও পড়ুন- ব্রা-এর সাইজ কত? প্রশ্নকর্তাকে মোক্ষম জবাব দিলেন সায়ন্তনী

 

এর আগেও বোল্ড ফটোশুট করেছেন অভিনেত্রী৷ তা নিয়ে ট্রোল্ডও হতে হয়েছে তাঁকে৷ কিন্তু সে সব কিছু তুড়ি মেরে ফের ফটোশুটের ছবি পোস্ট করলেন নায়িকা৷ বেবি পিঙ্ক রংয়ের পোশাকে হয়ে উঠলেন আরও আবেদনময়ী৷ অফশোল্ডার গাউনে স্পষ্ট হয়ে উঠল তাঁর ক্লেভিজ৷ সঙ্গে খোলা চুলের মোহময়ী আবেদন৷ পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখেই নুসরত ছিলেন হালকা মেকআপে৷ যেন স্বপ্নে দেখা কোনও রাজকন্যা৷ চোখে-মুখে লাবণ্যের ছটা৷ শুধু রঙিন ছবিতেই নয়, মনোক্রমেও একইভাবে মোহময়ী তিনি৷ 

এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল৷ বক্ষবিভাজিকায় আগুন জ্বালিয়ে দিয়েছেন তাঁর গুণগ্রাহীদের মনে৷ তবে ব্যাক্তিগত জীবন হোক বা কর্ম জীবন, সব সময়ই শিরোনাম কেড়ে নিতে পছন্দ করেন এই অভিনেত্রী সাংসদ৷ সম্প্রতি স্বামী নিখিল জৈনের সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর৷ তিনি অনেক বেশি ঘনিষ্ঠ অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে৷ বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের৷ 

আরও পড়ুন- ক্যমেরার সামনে প্যান্ট নামিয়ে উষ্ণ পোজ জ্যাকলিনের, ঘায়েল নেটিজেনরা

 

সোশ্যালমিডিয়াতে প্রচণ্ড অ্যাকটিভ নুসরত জাহান৷ নিজেকে সব সময় অ্যাকটিভ রাখেন৷ তাঁর ফলোয়ারের সংখ্যা ২.৫ মিলিয়ন৷ এই দিক থেকে টলিউডে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে৷ এক নম্বরে রয়েছেন তাঁরই বন্ধু মিমি৷ খোলামেলা পোশাকে নিজেকে মেলে ধরতেই পছন্দ করেন নুসরত৷ কিছু দিন আগেও বিকিনি টপ আর সাদা-গোলাপি শর্টসে ভক্তদের কাছে ধরা দিয়েছিলেন তিনি৷ আর এবার বেবি পিঙ্কে করলেন বোল্ড আউট৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =