অদিতির পর ওজাস, তিরন্দাজিতে পুরুষদের প্রথম বিশ্বজয়ী পেল ভারত

অদিতির পর ওজাস, তিরন্দাজিতে পুরুষদের প্রথম বিশ্বজয়ী পেল ভারত

কলকাতা: অদিতি গোপীচন্দের স্বামীর পর ওজাস দেওতালে। তিরন্দাজির ইতিহাসে একই দিনে লেখা হল দুটি সুবর্ণ অধ্যায়। মেয়েদের বিভাগের পর ছেলেদের কম্পাউন্ড বিভাগে আরও এক বিশ্বজয়ী পেল ভারত। বার্লিনে বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতার ফাইনালে পোলান্ডের লুকাস প্রিবিলিস্কিকে হারিয়ে দেন ভারতের ওজাস। শুধু তাই নয়, ফাইনালে নিখুঁত ভাবে ১৫০ পয়েন্ট স্কোরও করেছেন তিনি। সেখানে লুকাসের স্কোর ১৪৯৷ 

এদিন দুই প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কেউ কাউকে এক চুল জমিও ছাড়তে চাননি৷ কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে বাজিমাত করেন ভারতের ওই তিরন্দাজ। মাত্র এক পয়েন্টের ব্যবধানে বিপক্ষ খেলোয়াড়কে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নেনে তিনি। খেলার স্কোর ১৫০-১৪৯৷ 

এর আগে মেয়েদের ইভেন্টে মাত্র ১৭ বছর বয়সে ইতিহাস গড়েন অদিতি গোপীচন্দ স্বামী। তিরন্দাজিতে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন পায় ভারত। তিনি হারান মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে। ১৪৯-১৪৭ ব্যবধানে জেতেন অদিতি গোপীচন্দ। গত মাসেই যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =