মনোনয়ন জমা করার তৃতীয় দিনেও হিংসার চেনা ছবি বাংলায়! সিপিএম-তৃণমূল সংঘর্ষ

মনোনয়ন জমা করার তৃতীয় দিনেও হিংসার চেনা ছবি বাংলায়! সিপিএম-তৃণমূল সংঘর্ষ

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান। বর্ধমান ২ নং ব্লকের বড়শুলে সিপিএম এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। 
 
রবিবার ছুটির দিন থাকায় বন্ধ ছিল মনোনয়ন প্রক্রিয়া। সোমবার সকাল থেকে ফের মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই জেলায় জেলায় ফের অশান্তির বাতাবরণ। সোমবার সকালে বর্ধমানের বড়শূলে সিপিএমের নেতা কর্মীরা মনোনয়ন জমা দিতে গেলে সেখানেও অশান্তির চেনা ছবি। সিপিএমের মনোনয়নে বাধা দেওয়া অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। হাতাহাতিতে জড়িয়ে পরে দুইপক্ষ। লাঠিসোঁটা নিয়ে এক পক্ষে অন্য পক্ষের উপর চড়াও হয়। সেই সঙ্গে চলে ইট বৃষ্টি। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা… পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকেও।

সিপিএমকর্মীদের অভিযোগ, তাদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। কর্মীদের মারধর করা হচ্ছে। ইটবৃষ্টি করে হটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের ডোমকল। সেখানেও সিপিএম এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে মারপিট, অশান্তি, লাঠালাঠি খবর প্রকাশ্যে আসে। সোমবার একই  ছবি দেখা গেল বর্ধমানের বড়শূলে। বিরোধীদের মনোনয়ন আটকানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। 

এদিন সকালে সিপিএম কর্মীরা লাইন দিয়ে মনোনয়ন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার পর থেকেই শুরু হয় অশান্তি। অভিযোগ, তৃণমূলের কিছু কর্মী, সমর্থকদের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় প্রথমে। এরপর মুহুর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় ব্লক অফিস চত্বর। পুলিশের সামনেই চলে ইট নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ। বাধা দিতে গেলে ইটের আঘাতে শক্তিগড় থানার ওসি সহ আরও দুজন পুলিশকর্মী জখম হন। কয়েকজন সিপিএম কর্মীও আহত হয়েছেন বলে খবর। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 7 =