৫ রাজ্যের ভোটের ফল বেরলেই ২৪-এর ঘুঁটি সাজাবে কংগ্রেস, ডাক পাবে তৃণমূল?

৫ রাজ্যের ভোটের ফল বেরলেই ২৪-এর ঘুঁটি সাজাবে কংগ্রেস, ডাক পাবে তৃণমূল?

নয়াদিল্লি: পাখির চোখ ২০২৪৷ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট মিটতেই ঘুঁটি সাজাতে শুরু করবে কংগ্রেস৷ বিরোধী দলগুলিকে জোটবদ্ধ করে বৈঠকে বসতে চাইছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ বিরোধী দলগুলিকে নিয়ে একটি বৈঠকও ডাকতে পারেন তিনি৷ আর বিরোধী দল হিসাবে ডাক পেতে পারে তৃণমূল৷ 

আরও পড়ুন- প্রাক্তন ‘বস’ নীতীশের সঙ্গে নৈশভোজে পিকে! নয়া জল্পনা রাজনীতির প্রাঙ্গনে

২০২৪-এর লোকসভা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে বিরোধী দলগুলি৷ সেই আলোচনা এগিয়ে নিয়ে যেতেই আগামী মার্চ মাসে বৈঠকে বসতে পারেন সোনিয়া৷ উল্লেখ্য, পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশিত হওয়ার পর এবং সংসদ অধিবেশন শুরুর আগে দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যা৷ সেখানেই তৃণমূলের পরবর্তী জাতীয় কর্মসমিতির বৈঠক করবেন তিনি৷ মার্চে বিরোধীদের বৈঠকে তৃণমূলকেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে জল্পনা৷ 

বৈঠক প্রসঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘এর আগে আমরা দুটি বৈঠক করেছি। উভয় বৈঠকেই সবকটি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারও সকলকে আমন্ত্রণ জানানো হবে।’ তিনি আরও বলেন,  ‘আপাতত নির্বাচন নিয়েই ব্যস্ত রয়েছে অধিকাংশ দল৷ ফলাফল বেরনোর পর যে কোনো সভা অনুষ্ঠিত হতে পারে।’

উল্লেখ্য, ২০২১-এর ২০ অগাস্ট বিরোধী দলের সর্বশেষ বৈঠকে যোগ দিয়েছিল ১৯টি রাজনৈতিক দল৷ তবে সেই বৈঠকে ডাকা হয়নি তৃণমূলকে৷ সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল ও কংগ্রেস ছিল নদীর দুই পাড়ে দাঁড়িয়ে৷ বাড়ছিল দূরত্ব৷ গোয়া নির্বাচনের আগেও সেই দূরত্ব বজায় ছিল। পরে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরত্ব মেটাতে এসএমএস করেন সোনিয়া গান্ধীকে। সেই প্রেক্ষিতেই গেরুয়া রথ রুখতে ফের একবার একই মঞ্চে দেখা যেতে পারে কংগ্রেস ও তৃণমূলকে। তেমনটাই জল্পনা রাজনৈতিক মহলে৷