প্রয়াত পদ্মভূষণ প্রাপ্ত পরমাণু বিজ্ঞানী বিকাশ সিনহা, বয়স হয়েছিল ৭৮

প্রয়াত পদ্মভূষণ প্রাপ্ত পরমাণু বিজ্ঞানী বিকাশ সিনহা, বয়স হয়েছিল ৭৮

কলকাতা: প্রয়াত বিশিষ্ট পরমাণু পদার্থবিজ্ঞানী বিকাশ সিনহা। শুক্রবার সকালে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। বাঙালি বিজ্ঞানীর দেহ তাঁর মিন্টো পার্কের বাড়িতে আনা হচ্ছে।

২০১০ সালে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত হন তিনি৷ পরমাণু বিজ্ঞানী বিকাশ সিনহা ‘সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স’-এর অধিকর্তা পদে ছিলেন। দায়িত্ব সামলেছেন, ‘ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার’-এর ‘হোমি ভাবা অধ্যাপক’ পদেও। পরমাণু গবেষণা এবং বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে দেশে-বিদেশে সমাদৃত ছিলেন এই বাঙালি বিজ্ঞানী৷

১৯৪৫ সালে মুর্শিদাবাদের কান্দিতে জন্ম বিকাশ সিনহার। স্নাতকস্তরের পড়াশোনা প্রেসিডেন্সি কলেজ থেকে। সেই সময় থেকেই বিজ্ঞানের প্রতি ভালবাসা তৈরি হয় তাঁর। ভারতের পরমাণু গবেষণা এবং ভ্যারিয়েবল ও হাই এনার্জি গবেষণার ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। দীর্ঘ গবেষণা জীবনে ভারতের পরমাণু পরীক্ষণ থেকে শুরু করে কোয়ান্টাম ফিজিক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ ছিলেন বিজ্ঞানী বিকাশ সিনহা৷ 

২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের বৈজ্ঞানিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছিলেন সিনহা। ২০০৯ সালের ডিসেম্বরে দ্বিতীয়বার একই পদে নিযুক্ত করা হয় তাঁকে৷ ২০১০ সালে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বিকাশবাবুকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − one =