শেষ মুহূর্তে নাটকীয় মোড়! ইমরানের পরামর্শেই অ্যাসেম্বলি ভেঙে দিলেন পাক প্রেসিডেন্ট

শেষ মুহূর্তে নাটকীয় মোড়! ইমরানের পরামর্শেই অ্যাসেম্বলি ভেঙে দিলেন পাক প্রেসিডেন্ট

ইসলামাবাদ:  শেষ মুহূর্তে নাটকীয় মোড়৷ একেবারে শেষ বলে ম্যাচ ঘুরিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ বাঁচালেন প্রধানমন্ত্রী কুর্সি৷ পাক ন্যাশানাল অ্যাসেম্বলিতে ইমরান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছে, তখন তিনি পৌঁছে গেলেন প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে। তাঁর কাছে গিয়ে সাধারণ নির্বাচন ঘোষণা করার আর্জি জানান তিনি। সেই মতো অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন আরিফ।

আরও পড়ুন- চরম আর্থিক সঙ্কটে শ্রীলঙ্কা, বিক্ষোভে জ্বলছে দেশ, কী ভাবে এই পরিণতি?

 
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বেরনোর পরেই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান৷ দেশবাসীকে সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুত থাকার কথা বলেন তিনি৷ পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘ঘবড়ানা নেহি হ্যায়। ঈশ্বর পাকিস্তানের উপর নজর রাখেছেন।’’ তিনি আরও বলেন, ঈশ্বর উপর থেকে দেখছেন, কী ভাবে তাঁর সরকারকে ফেলতে বিরোধীরা পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এর পরই দেশবাসীর উদ্দেশে ইমরানের বক্তব্য, দেশের মানুষই স্থির করুন, তারা কাকে ক্ষমতায় দেখতে চান।

এদিকে অ্যাসেম্বলিতে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দিয়েছেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। তিনি এই অনাস্থা প্রস্তাবকে সংবিধান বহির্ভূত বলে উল্লেখ করেছেন৷ সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে সুরি বলেন, রাষ্ট্রের প্রতি বিশ্বস্ত থাকা প্রত্যেক নাগরিকের কর্তব্য। সেই সঙ্গে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত মুলতুবি হয়ে গেল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি।