কলকাতা: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। বাকযুদ্ধে মেতেছেন রাজনৈতিক নেতারা৷ চলছে একে অপরকে হুঁশিয়ারি-হুমকি৷ কখনও আবার কুমন্তব্যের ঝড়।
এবার তৃণমূলকে হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সেই মন্তব্যে বিতর্কের ঝড়৷ শুক্রবার রাতে দিল্লি থেকে ফিরেই কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্য মের মুখোমুখি হন শুভেন্দু৷ তিনি বলেন, ‘‘মজা দেখাবো। তৃণমূলের জন্য আড়ংয়ের ব্যবস্থা করা হয়েছে।’’ পঞ্চায়েত ভোটে তৃণমূলের জন্যস আড়ং ধোলাইয়ের ব্যবস্থা করা হয়েছে বলেই সুর চড়ান নন্দীগ্রামের বিধায়ক৷ তাঁর মন্তব্যে তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ‘‘বিজেপি-সিপিএম আর কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে গোলমাল করার চেষ্টা করছে। শুভেন্দুর দৃষ্টিভঙ্গি দেখলেই বোঝা যায় এই প্লটটা ওরা সাজাচ্ছে। ইচ্ছা করে গোলমাল করে তৃণমূলের নামে দোষ চাপাতে চাইবে।’’
এদিকে, সুষ্ঠভাবে পঞ্চায়েত ভোট করাতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা৷ শাসকদলের কটাক্ষ, একুশের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয়েছিল৷ বিজেপির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের কথায়, এর আগেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে। তার ফলাফল আমরা সকলেই জানি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>