কলকাতা: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই রাজ্যজুড়ে অশান্তির আবহ৷ মনোনয়নের সময় থেকে নিরাপত্তা, একাধিক অভিযোগে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। একটি মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং অপর মামলাটি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তার নানা অংশকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে৷
মনোনয়ন পেশের দিন থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপের কথা আদালতে তুলে ধরে অভিযোগ জানিয়েছেন মামলাকারীরা। বেশ কিছু বিষয়ে কমিশনের বক্তব্য জানতে চেয়েছে উচ্চ আদালত। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এবিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবে কমিশন। ভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও অবস্থান স্পষ্ট করবে রাজ্য। কেন্দ্রীয় বাহিনী না কি, রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করানো হবে, সে বিষয়েও নিজেদের মত স্পষ্ট করতে পারে কমিশন। সব মিলিয়ে আজ, সোমবারই হাই কোর্টে স্পষ্ট হতে পারে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>