হয়ে গেল ‘হলদি’! পঞ্জাবি গানে গায়ে হলুদের অনুষ্ঠান মাতালেন রাঘব-পরিণীতি

হয়ে গেল ‘হলদি’! পঞ্জাবি গানে গায়ে হলুদের অনুষ্ঠান মাতালেন রাঘব-পরিণীতি

77d12c6366d7baf7245887e87be59232

মুম্বই:  মরু শহরে রূপকথার বিয়ে৷ সেজে উঠেছে রাজস্থান৷ রবীবায়রীয় দুপুরেই এক হবে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার চার হাত৷ তাই উদয়পুরে এখন সাজোসাজো রব৷ ইতিমধ্যেই উদয়পুর লীলা প্যালেসে শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান৷ শনিবার হয়ে গেল হলদি বা গায়ে হলুদ৷ এখনও পর্যন্ত বর কনের ছবি প্রকাশ্যে না এলেও, প্রতি মুহূর্তের আপডেট সামনে আসছে৷ আর তা নিয়ে কৌতুহলের অন্ত নেই ভক্তদের মধ্যে৷ 

শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়ে হলুদের শুভ সময়। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে পাঞ্জাবি রীতি মেনে ‘হলদি’র অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সেই সঙ্গে চুটিয়ে মস্তি হল হিট পাঞ্জাবি গানে৷ সূত্রের খবর, গায়ে হলুদ মেখেই জমিয়ে নাচ করেছেন বর-কনে। চোপড়া পরিবারের হবু জামাই একটু ‘লাজুক’ স্বভাবের! তবে গায়ে হলুদের অনুষ্ঠানে হবু স্ত্রীকে যোগ্য সঙ্গত দিয়েছেন তিনি৷ এমনকী পরিণীতির সঙ্গে আদুরে পোজ দিয়ে ছবিও তুলেছেন৷ এদিকে,উদয়পুরে এখন চাঁদের হাঁট৷ পরির বিয়েতে যোগ দিতে এসে পৌঁছেছেন মণীশ মালহোত্রা, ভাগ্যশ্রী, ব্রহ্মকুমারীরা৷ শনিবার সন্ধেয় নয়ের দশকের বলিউডি গানের পার্টি রাখা হয়েছে৷ কিন্তু বোনের বিয়েতে আসছে কি দিদি প্রিয়াঙ্কা আর জিজু নিক? তা নিয়েও কৌতূহল রয়েছে।

উদয়পুর প্যালেসে কড়া নিরাপত্তায় চলছে পরিণীতি ও রাঘবের বিয়ের অনুষ্ঠান৷ বিয়ের অনুষ্ঠানের কদিন হোটেলের কর্মচারী ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবে না৷ প্রবেশ করলেও তাঁদের পুরোপুরি স্ক্যান করা হবে। শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। প্রতি মুহূর্তের উপর নজর রাখা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *