২০ জুলাই থেকে শুরু সংসদের বাদল অধিবেশন, চর্চার কেন্দ্রে দেওয়ানি বিধি বিল

২০ জুলাই থেকে শুরু সংসদের বাদল অধিবেশন, চর্চার কেন্দ্রে দেওয়ানি বিধি বিল

নয়াদিল্লি: সংসদে বাদল অধিবেশনের দিন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২০ জুলাই থেকে শুরু হবে বাদল অধিবেশন। শনিবার জানিলেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। আসন্ন বাদল অধিবেশনেই পেশ করা হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে।  

জানা গিয়েছে, আগামী ২০ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত চলবে বাদল অধিবেশন। ২৩ দিনের অধিবেশন পর্বে ১৭ দিন সংসদের কাজ হবে বলে জানিয়েছেন জোশি। সংসদীয় মন্ত্রক সূত্রের খবর, সংসদের পুরনো ভবনেই বাদল অধিবেশন শুরু হবে। কিন্তু, অধিবেশনের সমাপ্তি হবে সংসদের নতুন ভবনে৷ গত ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ সূত্রের খবর, বাদল অধিবেশনে একাধিক বিল পেশ করতে চলেছে কেন্দ্রের সরকার। তার মধ্যে নিশ্চিত ভাবেই উল্লেখযোগ্য হল অভিন্ন দেওয়ানি বিধি বিল। দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র শুক্রবার টুইটে লেখেন, ‘‘৫ অগাস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার হয়েছিল। ৫ অগাস্ট রামমন্দিরের শিলান্যাস হয়েছিল।  আগামী ৫ অগাস্ট অভিন্ন দেওয়ানি বিধি আসতে চলেছে।’’

 বিজেপি এবং তার সহযোগী দলগুলির পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি বিলকে সমর্থন করার বার্তা দিয়েছেন বিরোধী শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) এবং আম আদমি পার্টি৷ ফলে লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাশ করতে সরকার পক্ষকে বিশেষ কসরৎ করতে হবে না বলেই রাজনীতির কারবারিদের একাংশের অভিমত৷ তবে এই বিলের বিরোধিতায় সোচ্চার তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএম সহ  মেঘালয়ের শাসক দল এনপিপি এবং বিজেপির একদা সহযোগী শিরোমণি অকালি দল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + eighteen =