কলকাতা: নিয়োগ দুর্নীতির মামলায় গত বছর জুলাই মাসে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা নগদ ছাড়াও সোনা ও হিরের গয়না উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ইডি হেফাজতে অর্পিতা জানান, এই সমস্ত টাকা পার্থর৷ তাঁর নয়৷ যদিও সেই দাবি অস্বীকার করেন পার্থ৷ এদিকে, আদালতের নির্দেশে আপাতত প্রেসিজেন্সি জেলের বাসিন্দা প্রাক্তন মন্ত্রী৷ অর্পিতার ঠিকানা আলিপুর সংশোধনাগার৷ মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়াল শুনানিতে মুখোমুখি হন পার্থ ও অর্পিতা৷ সেখানে ইশারায় চলে তাঁদের বার্তালাপ৷ চলে ভার্চুয়াল প্রেম৷
আরও পড়ুন- কাল সকালে যেন আমার চোখ না খোলে! নিজের জন্য ‘প্রার্থনা’ মানিকের
দুপুর তখন ২টো ৫০৷ পর্দার ভেসে ওঠে দু’জনের মুখ৷ একে অপরকে দেখে মুচকি হাসেন তাঁরা৷ ইশারায় একে অপরের কাছে জানতে চান ভালো আছেন কিনা? কিছুক্ষণ পরেই পার্থ ইশারা করে অর্পিতার কাছে জানতে চান তিনি খেয়েছেন কিনা৷ অর্পিতারও ইশারাতে একই প্রশ্ন৷ এর পর একে অপরকে জিজ্ঞাসা করেন শুনতে পাচ্ছেন কিনা, দু’জনেই জানান না৷ এর পরেই অর্পিতার দিকে তাকিয়ে জিভ বার করে ভ্যাঙাতে দেখা যায় পার্থকে৷ সেটা দেখে হাসি চেপে রাখতে পারেননি অর্পিতা৷
এখানেই শেষ নয়, দুষ্টু-মিষ্টি মুখভঙ্গী করে চলতেই থাকে তাঁদের কথোপকথন৷ অর্পিতা পার্থকে জিজ্ঞাসা করেন চা খেয়েছেন কিনা৷ ঠিক সেই সময়েই পার্থ বুকে বাঁ দিকে আঙুল দিয়ে কিছু একটা ইশারা করেন৷ ইতিমধ্যে ৩টে বেজে ১২ মিনিট নাগাদ ৩০ সেকেন্ডের জন্য পার্থর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ পার্থকে না দেখতে পেয়ে অবাক পানে, অধীর আগ্রহে পর্দার দিকেই তাকিয়ে থাকেন অর্পিতা৷ কিছুক্ষণ বাদে তিনি স্ক্রিনে ফিরতেই যেন স্বস্তি৷ চুলের গোছা সামনে এনে ভালো করে বসেন৷ ঠোঁটে লেগে মুচকি হাসি৷ এরই মধ্যে ফের একবার ডিসকানেক্ট হলেন পার্থ৷ ফের শুরু হয় অর্পিতার অপেক্ষা৷ তিনি ফিরতেই কৌতহলী চোখে তাকান পার্থর বান্ধবী৷ প্রাক্তন মন্ত্রীমশাই জানান, তিনি চা খাচ্ছিলেন৷ এর পর অর্পিতা ঠোঁট দেখিয়ে কিছু একটা ইশারা করে৷ জবাবে ইশারায় পার্থ বলেন, মাথা কি খারাপ হয়ে গিয়েছে? বেলা সাড়ে ৩টে নাগাদ যখন মানিক ভট্টাচার্য বলতে শুরু করেন, তখন তাঁরা দু’জনেই সে দিকে মন দেন৷ বিচারকের সামনে তাঁরাও নিজেদের বক্তব্য পেশ করেন৷ শুনানি শেষ হওয়ার সময় একে অপরকে থাম্বস আপও দেখান পার্থ-অর্পিতা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>