কলকাতা: প্রেসিডেন্সি জেলে হুলস্থূল কাণ্ড৷ পহেলা বাইশ সেলে বন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে মল ভরতি মগ ছুঁড়ল মুসা নামে এক জঙ্গি। আর তাতেই হোঁচট খেয়ে পড়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। থুতনিতে চোট লেগেছে তাঁর। ঘটনার আকস্মিকতায় হতবাক তিনিও৷ সংশোধনাগারের ভিতরে জঙ্গি মুসা পার্থকে তাড়া করেছিল বলেই জেল সূত্রে খবর৷ বুধবার পার্থর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে এসএসকেএমের একদল চিকিৎসক জেলে আসেন। তাঁরা জানিয়েছেন, ধৃত প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে৷
আরও পড়ুন- মাদ্রাসা পরীক্ষার দিন বদল, সরকারি কর্মীদের ধর্মঘটের দিনও বদলে গেল
শিক্ষক নিয়োগ দুর্নীতি গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলের বাসিন্দা। মুসা থাকে ওয়ার্ডেরও ৭ নম্বর সেলে। এই দুই চরিত্রকে কেন্দ্র করে প্রেসিডেন্সিতে নাটকীয় কাণ্ড ঘটল শনিবার। জেলে সাধারণ বেশি কথা বলেন না পার্থ৷ ওইদিন বিকেলে তখন বন্দিদের লক আপে ঢোকানো হচ্ছিল। নিজস্ব ভঙ্গিতে পার্থ বলেন, তাঁকে যেন আর একটু সময় উঠোনে হাঁটতে দেওয়া হয়৷ প্রতিবাদ জানায় মুসা৷ কেন দুই বন্দির ক্ষেত্রে দু’রকম নিয়ম হবে, প্রশ্ন তোলে সে। এমনকী পার্থকে লক্ষ্য করে গালিগালজও দিতে থাকে।
এরই মাঝে ক্ষিপ্ত হয়ে ওঠে মুসা এবং হঠাৎ করেই মল ভরতি মগ হাতে তুলে নেয়। তারপর সেটি ছুড়ে দেয় পার্থর দিকে। মলের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি সেখান থেকে সরে যান পার্থ। কিন্তু ভারী শরীর নিয়ে তাড়াতাড়ি সরতে গিয়েই ঘটে বিপত্তি। হোঁচট থেকে মুখ থুবড়ে পড়ে যান৷ থুতনিতে চোট লাগে তাঁর। প্রায় সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে আসেন কারারক্ষীরা। জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বুধবার এসএসকেএমের একদল চিকিৎসকও এসে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন৷ চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ঠিক আছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>