নজরে বিতর্কিত শীতলকুচি, এই কেন্দ্রে এগিয়ে তৃণমূলের পার্থ প্রতীম রায়

নজরে বিতর্কিত শীতলকুচি, এই কেন্দ্রে এগিয়ে তৃণমূলের পার্থ প্রতীম রায়

শীতলকুচি:  চতুর্থ দফার ভোটে সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের শীলকুচি৷ এই কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতীম রায়৷ এই পার্থ প্রতীম রায়ের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও টেপ ভাইরাল হয়ে গিয়েছিল৷ কোচবিহার জেলার দায়িত্বে রয়েছেন তিনি৷ এই শীতলকুচিতেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শেষ হয়ে গিয়েছিল চার চারটি তাজা প্রাণ৷ এবারের ভোটে নজরে রয়েছে এই কেন্দ্র৷ 

আরও পড়ুন- দ্বিতীয় রাউন্ড শেষেও নন্দীগ্রামে পিছিয়ে মমতা! তবে, ‘খেলা’ এখনও বাকি!

এদিকে নাটাবাড়িতে পিছিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ ঘোষ৷ এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি’র মিহির গোস্বামী৷ তৃণমূল থেকে বিজেপি’তে যেগ দিয়েছে স্বচ্ছ ভাবমূর্তির মিহির গোস্বামী৷ ভোটের কয়েক মাস আগে তিনি যোগ দেন বিজেপি’তে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =