কলকাতা: ভোরের ট্রেন৷ তেমন ভিড় নেই বললেই চলে৷ এরই মধ্যে দেখা গেল এবাক করা ছবি৷ ট্রেনেক কামরায় একেবারে মশারি টাঙিয়ে ঘুমতে ঘুমতে যাচ্ছেন যাত্রীরা! কাটোয়া লাইনে যাত্রীদের এই কাণ্ডে হইচই পড়েছে৷ সোশাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে৷ আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও জানানো হয়েছে।
জানা গিয়েছে, কাটোয়া লাইনে ভোরের ট্রেনগুলোতে যাতায়াত করা এক শ্রেণির যাত্রীরা বাড়ি থেকে প্রতিদিনই মশারি নিয়ে আসেন৷ ট্রেনে উঠেই চটপট তা খাটিয়ে নিয়ে সিটের উপর শুয়ে পড়েন। এভাবে মশারি খাটালে অন্যান্য যাত্রীদের অসুবিধা হবে৷ সে কথা বিবেচনা করেই পদক্ষেপ করার কথা বলা হয়েছে৷