ভোটের ফল ঘোষণা হতেই ফের আকাশ ছোঁয়া পেট্রোল-ডিজেল, টানা চারদিন বাড়ল দাম

ভোটের ফল ঘোষণা হতেই ফের আকাশ ছোঁয়া পেট্রোল-ডিজেল, টানা চারদিন বাড়ল দাম

নয়াদিল্লি:  লাগাতার মূল্যবৃদ্ধি পেট্রোল-ডিজিলের৷ পর পর টানা চারদিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম৷ শুক্রবার দেশের প্রতিটি মেট্রো শহরে জ্বালানি তেলের দাম বাড়ানো হল৷ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৭ পয়সা বেড়ে হল ৯১ টাকা ৪১ পয়সা৷ এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩১ পয়সা বেড়ে হল ৮৪ টাকা ৫৭ পয়সা৷ পরপর চারদিনে পেট্রোলের দাম বেড়েছে মোট ৭৯ পয়সা৷ পাশাপাশি  ডিজেলের দাম বেড়েছে ৯৬ পয়সা। 

আরও পড়ুন- দেশে বেলাগাম করোনা, সমস্ত রেকর্ড ভেঙে একদিনে নতুন করে আক্রান্ত ৪ লক্ষ ১৪ হাজার

এদিকে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২৮ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩১ পয়সা৷ দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯১ টাকা ২৭ পয়সা এবং ৮১ টাকা ৭৩ পয়সা৷ মুম্বইতে যথাক্রমে ৯৭ টাকা ৬১ পয়সা এবং ৮৮ টাকা ৮২ পয়সা৷ চেন্নাইতে পেট্রোল ৯৩ টাকা ১৬ পয়সা ও ডিজেল ৮৬ টাকা ৬৫ পয়সা৷ পাঁচ রাজ্যে ভোট মিটতেই ফের ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছে পেট্রোপণ্যের দাম৷ বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের জেরে গত কয়েক মাস পেট্রোল ও ডিজেলের দাম হ্রাস করা হয়েছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ 

পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির জেরে প্রভাব পড়ছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামেও৷ তার উপর করোনা সংক্রমণের জেরে বিভিন্ন রাজ্যে লকডাউন শুরু হয়ে গিয়েছে৷ আমাদের রাজ্যে চলছে আংশিক লকডাউন৷ বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা৷ সব মিলিয়ে নাস্তানাবুদ মধ্যবিত্ত৷ 

আরও পড়ুন- আবার হতে পারে লকডাউন! চিন্তা-ভাবনা চালাচ্ছে কেন্দ্র

প্রসঙ্গত, স্থানীয় কর ও পরিবহন খরচ অনুসারে দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে। গত ১৫ এপ্রিল তেলের দাম কিছুটা কমানো হয়েছিল৷ কিন্তু পাঁচ রাজ্যের ভোট মিটতেই ফের উর্ধবমুখী জ্বালানীর দাম৷ রাষ্ট্রীয় তেল বিপনন সংস্থা ইন্ডিয়ান অয়েল কোর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম জানাচ্ছে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির জেরেই প্রভাব পড়ছে দেশীয় বাজারে৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =