তৃতীয় দফায় ৯৪ আসনে ভোটগ্রহণ শুরু, রাজ্যে চার লোকসভা কেন্দ্রে ভোট

তৃতীয় দফায় ৯৪ আসনে ভোটগ্রহণ শুরু, রাজ্যে চার লোকসভা কেন্দ্রে ভোট

imagesmissing

কলকাতা: দেশজুড়ে শুরু হয়ে গেল তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব৷ মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে প্রথম এবং দ্বিতীয় দফার ভোট। মঙ্গলবার তৃতীয় দফায় দেশের ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ শুরু হয়েছে৷ তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে ভোট রয়েছে। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ৷ লোকসভা ভোটের পাশাপাশি মঙ্গলবার দেশের ২৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এই ২৭টি কেন্দ্রের মধ্যে  রয়েছে পশ্চিমবঙ্গের দুটি কেন্দ্র- ভগবানগোলা এবং বরাহনগরও।

পশ্চিমবঙ্গের ৪টি আসনের পাশাপাশি তৃতীয় দফায় ভোট হবে অসমের ৪টি, বিহারের ৫টি, ছত্তীসগঢ়ের ৭টি, গোয়ার ২টি, গুজরাতের ২৫টি, কর্নাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৯টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তরপ্রদেশের ১০টি, দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমন ও দিউতে ১টি আসনে৷ 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *