রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা গ্রহণযোগ্য নয়, আর্থিক জরিমানার মুখে আইনজীবী

রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা গ্রহণযোগ্য নয়, আর্থিক জরিমানার মুখে আইনজীবী

কলকাতা: বিপাকে রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলায় মামলাকারী আইনজীবী৷ আদালতে তাঁর বিরুদ্ধে আর্থিক জরিমানা করার আর্জি জানালেন সলিসিটার জেনারেল তুষার মেহতা৷ সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ প্রাথমিক পর্যবেক্ষণে প্রধান বিচারপতি জানান, রাজ্যপালের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা গ্রহণযোগ্য নয়৷ 

আরও পড়ুন- ‘কে পদত্যাগ করবেন?’ ভোটের ফলে বিজেপিকে একহাত নিলেন জয়

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবি রমাপ্রসাদ সরকার। তাঁর অভিযোগ, রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করছেন৷ এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি। আইনজীবি রমাপ্রসাদ সরকার তাঁর আবেদনে জানান, রাজ্যপালকে দ্রুত বদলি করা হোক৷ মামলাকারীর দাবি, যিনি রাজ্যপাল পদে বসেন তাঁর একটা আলাদা ওজন রয়েছে, পদের গৌরব রয়েছে। এটি একটি সম্মানীয় পদ রাজ্যপাল। যিনিই এই আসনে বসেন তাঁর গাম্ভীর্য, ঔদার্য এক কথায় যাকে বলা যায় ‘ডিগনিটি’, তা আলাদাই হওয়া উচিৎ। এমনকী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং স্বরাষ্ট্র মন্ত্রককে এই মামলার পার্টি করেন৷ সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। 

উল্লেখ্য, রাজ্যপালকে সরানোর দাবিতে সংসদে সোচ্চার হয়েছে তৃণমূল৷ এই মর্মে স্বতন্ত্র একটি প্রস্তাবও আনা হয়েছে৷ ১৭০ ধারায় রাজ্যসভায় সেই প্রস্তাব আনেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনিই রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক। আবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে রাজ্যপালকে সরানোর আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =