চুঁচুড়া: বুধবার সকালেই মিলেছিল সুসংবাদ৷ কিন্তু রাতেই আনন্দ বদলায় উদ্বেগে। মাকালু শৃঙ্গজয় করার পর আর খোঁজ মিলছিল না বঙ্গতনয়া পিয়ালি বসাকের৷ সেখান থেকে ফেরার পথে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন চন্দননগরে ‘ধন্যি মেয়ে’। প্রায় ৭ হাজার ৮০০ মিটার উচ্চতায় থাকা পিয়ালির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতেই অভিযাত্রী মহল তো বটেই চন্দননগরের কাঁটাপুকুরের বাড়িতেও উদ্বেগের ছায়া গ্রাস করে৷ প্রায় ২৪ ঘণ্টা পরে এই অভিযানের আয়োজক সংস্থার তরফে জানানো হয়, পিয়ালিকে ক্যাম্প ৩-এ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
একটি শেরপাদের রেসকিউ টিম পাঠিয়ে পাহাড় থেকে তাঁকে উদ্ধার করে আনা হয়। সংস্থা ও পরিবার উভয় সূত্রেই বৃহস্পতিবার দুপুরের পর পিয়ালি সুস্থ আছেন বলে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, কৃত্রিমঅক্সিজেন ছাড়াই শৃঙ্গ জয় করেন পিয়ালি৷ এর ফলে তাঁর শরীরে অক্সিজেনের খামতি দেখা দেয়৷ মস্তিষ্ক কাজ করছিল না। আর তাতেই সমস্যা তৈরি হয়৷ ক্যাম্প ৩-এ তাঁকে মেডিক্যাল সাপোর্টে রাখা হয়েছে। শুক্রবার সকালে পিয়ালিকে এয়ার লিফট করে কাঠমাণ্ডু হাসপাতালে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>