পাটনা: ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা কেন? এখনই মুখ্যমন্ত্রী করা হোক তেজস্বী যাদবকে৷ মহাগাটবন্ধন জোটের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর৷
আরও পড়ুন- অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি? সিদ্ধান্ত হবে সোমবার
বিহারের শাসক জোটের বিধায়কদের সঙ্গে দিন সাতেক আগে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ ওই বৈঠকে তিনি বলেছিলেন, “২০২৫ সালে তেজস্বী যাদবের নেতৃত্বেই বিহার বিধানসভা নির্বাচনে লড়বে মহাগাটবন্ধন জোট।” শনিবার বিহারে এক সভায় নীতীশের ওই মন্তব্যকে হাতিয়ার করেই নিশানা করেন প্রশান্ত কিশোর৷ তিনি বলেন, তিন বছর অপেক্ষা করবেন কেন? তেজস্বী যদি এখন দায়িত্ব নিয়ে নেন, তাহলে তাঁর কাজ বিচার করেই ২০২৫ সালের নির্বাচনে ভোট দেবে সাধারণ মানুষ।
প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিকবার বিহারের মুখ্যমন্ত্রীর সমালোচনায় সোচ্চার হয়েছেন তাঁর একসময়ের সহযোগী ভোটকুশলী পিকে৷ এদিন ফের সমালোচনা করলেন তাঁর৷ রাজনীতির কারবারিদের মতে, এই মন্তব্যের মধ্যে দিয়ে আসলে নীতীশকেই বিঁধতে চেয়েছেন প্রশান্ত৷ এদিন পিকে বলেন “তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করার জন্য ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। ওদের জোটে এমনিতেই আরজেডি-র বিধায়ক সংখ্যাই বেশি। নীতীশ কুমারের উচিত এখনই তেজস্বীকে মুখ্যমন্ত্রী করা। তাহলে তেজস্বীও কাজ করার জন্য তিন বছর সময় পাবেন। মানুষও তাঁর তাঁর কাজের ধরন বুঝে নিতে পারবেন৷’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>