করমণ্ডল দুর্ঘটনার ২৪ দিন পরেই পাঁচ বন্দেভারত উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী

করমণ্ডল দুর্ঘটনার ২৪ দিন পরেই পাঁচ বন্দেভারত উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি: ওড়িশার বাহানাগা রেল দুর্ঘটনার স্মৃতি এখনও সকলের মনে টাটকা৷ সেই দুর্ঘটনার ২৪ দিন পর, বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, মঙ্গলবার ভোপাল থেকে একসঙ্গে পাঁচটি সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি। 

গত ২ জুন বাহানাগায় করমণ্ডল দুর্ঘটনায় প্রাণ হারান ২৮৮ জন যাত্রী৷ নারী, পুরুষ, শিশু মিলিয়ে আহত হন এক হাজারেরও বেশি যাত্রী। ৩ জুন মুম্বই ও গোয়ার মধ্যে নয়া বন্দে ভারতের সূচনার কথা ছিল নমোর৷ কিন্তু করমণ্ডল দুর্ঘটনার আকস্মিকতায় সেই অনুষ্ঠান বাতিল করা হয়৷ বন্দে ভারত উদ্বোধন না করে তিনি দ্রুত বাহানাগায় চলে যান৷ 

করমণ্ডলের মতো এলিট ও দ্রুতগতি সম্পন্ন জনপ্রিয় ট্রেনের মর্মান্তিক পরিণতি নাড়া দিয়ে  গিয়েছিল গোটা বিশ্বকে। সেই স্মৃতি ফিকে হওয়ার আগেই মধ্যপ্রদেশের রানি কমলাপতি স্টেশন থেকে বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী৷ ট্রেনটি চলবে রানি কমলাপতি এবং জব্বলপুরের মধ্যে। বাকি চারটি ট্রেনের সূচনা ভার্চুয়ালি করবেন মোদী। ওই ট্রেনগুলি হল- খাজুরাহ-ভোপাল-ইন্দোর,  মাডগাঁও (গোয়া)-মুম্বই,  ধারওয়াড-বেঙ্গালুরু, এবং হাতিয়া-পাটনা। এর মধ্যে গোয়া, বিহার এবং ঝাড়খণ্ডের ভাগ্যে এই প্রথম আসছে বন্দে ভারত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =