সন্দেশখালির পথে BJP-র মহিলা প্রতিনিধিদের বাধা, পুলিশের হাতে আটক লকেট

সন্দেশখালির পথে BJP-র মহিলা প্রতিনিধিদের বাধা, পুলিশের হাতে আটক লকেট

police

সন্দেশখালি: সন্দেশখালিতে উত্তেজনা অব্যাহত৷ শুক্রবার বিজেপির মহিলা প্রতিনিধি দলকে ঢুকতে দিল না পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়৷ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সন্দেশখালিতে ঢোকার চেষ্টা করে বিজেপি’র প্রতিনিধি দল৷ কিন্তু, সন্দেশখালি থেকে খানিকটা দূরে অবস্থিত ভোজেরঘাট এলাকায় তাঁদের আটকে দেওয়া হয়৷ 

গতকাল দলীয় নেতা-কর্মীদের নিয়ে সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। পুলিশ পরে সুকান্তকে একা সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয়৷ কিন্তু সন্দেশখালি থানার সামনে তিনি অবস্থান বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে। সুকান্তকে গ্রেফতারও করা হয়৷ পরে ব্যক্তিগত বন্ডে তাঁকে ছাড়া হয়। শুক্রবার একই ভাবে পুলিশি বাধার মুখে পড়লেন লকেটরা৷ আটক করা হল হুগলির বিজেপি সাংসদকে৷ পুলিশের সঙ্গে বচসার পরই তাঁকে আটক করে পুলিশ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *