ঘিরে ধরেছিল জনতা! জুতো হাতে জোড় দৌড় অন্তঃসত্ত্বা পরীমণির, হলটা কী?

ঘিরে ধরেছিল জনতা! জুতো হাতে জোড় দৌড় অন্তঃসত্ত্বা পরীমণির, হলটা কী?

349b88d92188fc31052e001ad7207a2e

ঢাকা:  দুই বাংলার অন্যতম চর্চিত নায়িকা পরীমনি৷ অভিনয় থেকে ব্যক্তিগত জীবন, সর্বদাই লাইম লাইটে থাকেন অভিনেত্রী৷ শুক্রবার বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘মুখোশ’৷ এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন রোশন৷ ছবির প্রিমিয়ারেই এই জুটি জানিয়েছিলেন মুক্তির দিন তাঁরা বেশ কয়েকটি হলে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখবেন৷ তাঁদের সঙ্গে কথাও বলবেন। সেই মতোই হলে পৌঁছন তাঁরা৷ প্রথমটা ঠিকই ছিল, তার পরেই ঘটল যত কাণ্ড!

আরও পড়ুন- ৪৮-এও লাস্যময়ী! যৌবন ধরে রাখতে কী খান মালাইকা? শুনলে চমকে যাবেন

শুক্রবার সকালটা বেশ ভালোই কেটেছে৷ সকালে জুটি বেঁধে মধুমিতা সিনেমা হলে যান তাঁরা৷ সেখানে দর্শকদের সঙ্গে কথাও বলেন৷ সন্ধে ৬টা নাগাদ তাঁরা পৌঁছন পুরনো ঢাকার চিত্রামহল সিনেমাহলে৷ সেখানে যেতেই ঘটে বিপত্তি৷  সিনেমা হলে তখন প্রচুর ভিড়৷ একটি শো শেষ হয়েছে৷ পরেরটা শুরু হবে৷ ভিড়ের গুঁতোয় ঠিক মতো কথাও বলতে পারছিলেন না পরীমণি আর রোশন৷ পরিস্থিতি এমন হয় যে, সিনেমা হলেই ভিড়ে আটকে পড়েন তাঁরা৷ পরে টিম ‘মুখোশ’-এর সদস্যরা হাতে হাত রেখে মানব চেন গড়ে তোলেন৷ সেই ফাঁকে জুতো হাতে নিয়ে দৌঁড় লাগান অন্তঃসত্ত্বা পরীমণি৷ তার পর সোজা গিয়ে ওঠেন গাড়িতে৷ এর পরেও মেলেনি রেহাই৷ নায়িকার গাড়ি ঘিরে ধরেন দর্শকরা৷ পরে কোনও মতে ভিড় ঠেলে বেড়িয়ে আসে তাঁদের গাড়ি৷ 

পরীমণি

তবে এই ঘটনায় একেবারেই চচেননি তাঁরা৷ উল্টে পরীমণি বলেন, ‘আরে নায়ক-নায়িকা হলে যাবেন, আর দর্শক আটকে রাখবেন না, তা কি হয়! এটাই তো বাংলা সিনেমার দর্শক। আমি বিষয়টি খুব উপভোগ করেছি।’ প্রসঙ্গত,  গত বছর ১৭ অক্টোবর শরিফুল রাজার সঙ্গে বিয়ে করেন পরীমণি৷ এর পরেই মা হওয়ার সুখবর দেন দর্শকদের। তাই আপাতত লাইট ক্যামেরা অ্যাকশন থেকে সাময়িক বিরতি নিয়েছেন নায়িকা৷ আপাতত বউ আর হবু সন্তানের দেখভালে ব্যস্ত রয়েছেন রাজা৷