নয়াদিল্লি: অতিমারির ধাক্কা কাটিয়ে ওঠার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় এক লাফে বেড়েছে তেলের দাম৷ কিন্তু বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের চড়া মূল্যের মাসুল যে এই ভাবে চোকাতে হবে, তা ভাবতেও পারিনি বিমান সংস্থাগুলি৷ বুধবার এক লাফে জ্বালানি এটিএফের দাম ১৮% বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে একটানা ছ’বার মূল্য বৃদ্ধির পর এই প্রথম এক লক্ষ টাকা ছাড়িয়ে গেল জ্বালানির দাম। নজিরবিহীন ভাবে কলকাতায় এক কিলোলিটার জ্বালানির দাম দাঁড়াল ১,১৪,৯৭৯.৭০ টাকা।
আরও পড়ুন- চিনে কোভিড সংক্রমণ বাড়তেই সতর্ক কেন্দ্র, জিনোম সিকোয়েন্সিংয়ে জোর স্বাস্থ্যমন্ত্রীর
বিমান জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে উদ্বেগে গোটা দেশ৷ অদূর ভবিষ্যতে কি একই ভাবে বেড়ে যাবে পেট্রল-ডিজ়েলের দাম? গত ১৩৩ দিন ধরে ডিজেল-পেট্রোলের দামে যদিও কোনও পরিবর্তন হয়নি৷ এদিকে, গত দু’বছরে করোনা পরিস্থিতির জেরে মুখ থুবড়ে পড়েছে বিমান শিল্প। দীর্ঘ দিন বন্ধ থেকেছে উড়ান৷ ইন্ডিগোর সিইও রণজয় দত্ত বলেন, চলতি বছর জানুয়ারি মাস থেকে ৫০% দামি হয়ে গিয়েছে এটিএফ৷ জ্বালানির এই মূল্যবৃদ্ধি বিমান শিল্পের উপর ইতিমধ্যেই বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে। তিনি মনে করেন, জ্বালানিকে জিএসটি-র আওতায় আনা উচিত সরকারের। না হলে বিমান সফরের খরচ যাত্রীদের সাধ্যের বাইরে চলে যাবে৷ বিমান সংস্থাগুলিও লাভজনক ভাবে ব্যবসা করতে পারবে না৷
৭ মার্চ পাঁচ রাজ্যে ভোট মেটার পরে এটিএফের মতো পেট্রল-ডিজ়েলের দামও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিল ওয়াকিবহাল মহল৷ কিন্তু, ভোট মিটলেও পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। ওয়াকিবহল মহল মন করছে, এখন হয়তো সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার অপেক্ষা৷ অধিবেশনের আগে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জ্বালানির দাম বাড়ালে বিরোধীদের হইচইয়ে অধিবেশন ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ সরকারে বিরুদ্ধে বিরোধীরা যাতে সেই অস্ত্র হাতে তুলে নিতে না পারে, সে দিকে সতর্ক রয়েছে কেন্দ্র৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>