ফুলের তোড়ায় ফুলই নেই, শুধু যে পাতা! হেসে ফেললেন প্রিয়ঙ্কা, ভাইরাল ভিডিয়ো

ফুলের তোড়ায় ফুলই নেই, শুধু যে পাতা! হেসে ফেললেন প্রিয়ঙ্কা, ভাইরাল ভিডিয়ো

priyanka gandhi

ইন্দৌর: হিন্দিবলয়ের তিন রাজ্যে ভোট পর্বের মাঝেই মধ্যপ্রদেশের ইনদৌরে প্রচারে গেলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। সেই প্রচার মঞ্চের একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে উপস্থিত প্রিয়াঙ্কার হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন এক কংগ্রেসের নেতা। প্রিয়াঙ্কা হাসিমুখেই সেই অভিনন্দন গ্রহণ করছেন৷ কিন্তু একী কাণ্ড! ফুলের তোড়ায় ফুলই যে নেই৷ শুধুই পাতা। প্রিয়ঙ্কা নিজেও এমন বোকে দেখে হেসে ফেলেন। বলেন, এ কী! সবই তো পাতা, ফুল কোথায়? ওই নেতাও তোড়ার দিকে তাকিয়ে দেখেন, সেখানে একটিও ফুল নেই। ইতিমধ্যেই প্রিয়াঙ্কার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ অনেকেই এহেন কাণ্ডে হেসে খুন৷ বাকা হাসি হাসছে বিরোধীরা৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 1 =