ক্যাম্পাস খোলার দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনের বিকাশ ভবন অভিযানে পুলিশি বাধা, আটক

ক্যাম্পাস খোলার দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনের বিকাশ ভবন অভিযানে পুলিশি বাধা, আটক

কলকাতা:  রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিকাশ ভবন অভিযানে একাধিক বামপন্থী ছাত্র সংগঠন৷ সোমবার দুপুরে করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবনে উদ্দেশে রওনা দেয় কয়েকশো ছাত্রছাত্রীর মিছিল৷ 

আরও পড়ুন- অধ্যক্ষ ডাকলে হাজিরা দিতে হবে! হাইকোর্টের রায়ে অস্বস্তিতে সিবিআই

বাম ছাত্র সংগঠনগুলির দাবি, প্রায় ২ বছর ধরে স্কুল-কলেজ ক্যাম্পাস বন্ধ রয়েছে৷ অনলাইন ক্লাস হলেও বহু ছাত্রছাত্রী সেই সুযোগ পাচ্ছে না৷ সে ই কারণেই এই আন্দোলন৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন, পুজোর পর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা হবে৷ এর পরেও কেন আন্দোলন? বাম সংগঠনের এক ছাত্র বলেন, ‘মুখ্যমন্ত্রী অতীতেও অনেক কথা বলেছেন৷ কিন্তু তিনি সব কথা রেখেন না৷ দেড় বছর ধরে ক্যাম্পাস বন্ধ রয়েছে৷ যাঁরা পড়াশোনা করতে পারছে না তাঁদের কী হবে? আনলক পর্বে মন্দির, মসজিদ থেকে শপিং মল, পানশালা, মদের দোকান সব কিছু খুলে গিয়েছে৷ তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে? আমাদেরও পড়াশোনা করার অধিকার আছে৷ সেই অধিকারের দাবিতেই এই মিছিল৷’ 

এদিকে বিকাশ ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ ময়ূখ ভবনের সামনেই করা হয়েছে পুলিশ পিকেটিং৷ সেখান থেকে বারবার ঘোষণা করা হয় মিছিল আর এগোতে দেওয়া যাবে না৷ মূখ ভবনের সামনেই মিছিল আটকে দেয় পুলিশ৷ সেখানেই শুরু হয় স্লোগান-সাউটিং৷ এমনকী বাদ্যযন্ত্র নিয়ে আন্দোলনের সুরও তোলেন পড়ুয়ারা৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − four =