কলকাতা: তাঁরা যোগ্য৷ কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি মেলেনি৷ বঞ্চনার অভিযোগ তুলে কলকাতার রাজপথে নেমেছেন নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা। সরকারের বঞ্চনার অভিযোগ টানা লাগাতার রাস্তায়পড়ে আন্দোলন চালচ্ছেন তাঁরা। আজ ৮০০ দিনে পড়ল সেই আন্দোলন৷ মঙ্গলবার মুখে কালি মেখে কর্মসংস্থানের দাবি জানালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা।
আদালত থেকে রাজনৈতিক দল, প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। তাই আন্দোলনের ৮০০তম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দৃষ্টি আর্কষণ করতে রক্ত দিয়ে চিঠি লিখলেন চাকরিপ্রার্থীরা৷ মুখে কালি মেখে প্রতিবাদ জানালেন তাঁরা৷
মঙ্গলবার সকালে কালীঘাটে পুজো দেন ২০১৬ সালের এসএলএসটির চাকরিপ্রার্থীরা। একটাই আশা, এবার হয়তো ঠাকুর মুখ তুলে চাইবেন। পুজো দিয়ে ফিরে এসেই গান্ধীমূর্তির পাদদেশে ‘অন্ন চাই’, ‘চাকরি চাই’ পোস্টার নিয়ে ধরনায় বসে যান তাঁরা। হাতে ধরা ব্যানারে আটকানো ছিল রুটি। তাঁদের দাবি, ৮০০ দিন আতিক্রান্ত। এবার অন্তত মুখ্যমন্ত্রী তাঁদের নিয়োগের কথা ভেবে দেখুক।
২০১৬ সালে এসএলএসটি-তে চাকরির জন্য বিজ্ঞপ্তি দেয় স্কুল সার্ভিস কমিশন। কিন্তু, সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে যে চাকরি দেওয়া হয়েছিল, তাতে দুর্নীতির অভিযোগ ওঠে। মামলা গড়ায় হাই কোর্টে। চাকরিপ্রার্থীদের কথায়, “আমরা যোগ্য চাকরিপ্রার্থী। পরীক্ষা দিয়ে পাশ করেছি। কিন্তু দুর্নীতির জেরে নিয়োগ মেলেনি। এখন আইনের যাঁতাকলে আমরা পিষছি৷ সমস্যার সমাধান করে দ্রুত নিয়োগের আশায় কালীঘাটে পুজো দিয়ে এসেছি।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>