তেলের দাম নিয়ে দ্বিচারিতা করছে তৃণমূল সরকার: বিস্ফোরক পুরী

তেলের দাম নিয়ে দ্বিচারিতা করছে তৃণমূল সরকার: বিস্ফোরক পুরী

কলকাতা:  পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিকে ইস্যু করে ভোট ময়দানে নেমেছিল তৃণমূল কংগ্রেস৷ ভবানীপুর উপনির্বাচনের আগে ফের উঠে এল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ভোট প্রচারে এসে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, ৩ মাসে পেট্রোলের দাম বাড়িয়েছে রাজ্য সরকার৷ 

আরও পড়ুন- নিজের বাড়িতে বিদ্যুৎ না থাকায় ট্রান্সফর্মারে তালা ঝোলালেন তৃণমূল নেত্রী

তিনি জানান, সম্প্রতি দিল্লিতে জিএসটি কাউন্সিলের মিটিং হয়েছে৷ পশ্চিমবঙ্গ সরকার চায় না পেট্রোল-ডিজেল জিএসটি-র আওতায় আসুক৷ হরদীপ সিং পুরীর পাল্টা দাবি, বাংলায় জুলাই মাস থেকে ৩টাকা ৫১ পয়সা দাম বাড়িয়েছে রাজ্য সরকার৷ দামের উপর ৪০ শতাংশ ভ্যাট নেওয়া হয়৷ তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৯ ডলার হোক বা ৭৫ ডলার, ৪০ শতাংশ ভ্যাট নেওয়া হয়৷ উনি মুখে এক বলেন আর কাজে অন্যটা৷ তামিলনাড়ু সরকার গ্যাস ও তেলের দাম কিছুটা কমিয়েছে৷ চাইলে তারাও দাম কমাতে পারে৷ দাম নিয়ে চিন্তা থাকলে নিজেই ভর্তুকি দিন উনি৷ 

আরও পড়ুন- বিজেপি করার ‘অপরাধ’, কাটমানি না দিলে মিলছে না ‘বাংলার বাড়ি’!

পুরীর আরও বলেন, আমাকে বহিরাগত বলতেই পারেন৷ আমি কলকাতাতে আসব৷ পঞ্জাবের মতো বাংলাও ভারতেরই অংশ৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর কথায়, উনি একটু চিন্তায় আছেন৷ বাইরে থেকে আমার মতো বিজেপি’র কিছু কার্যকর্তা এখানে এসেছে বলে উনি ভয় পাচ্ছেন কেন? আমার মনে হয় এখানে প্রিয়াঙ্কা ভালো ফল করবে৷ এখানে এমন অনেক কিছু হয়েছে যার ব্যাখ্যা আমার কাছে নেই৷ বহু কেন্দ্রীয় প্রকল্প এখানে লাগু করা হয়নি৷ ভোটের পর বাংলায় সন্ত্রাসের ঘটনা ঘটেছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =